শুভব্রত মুখার্জি: সবে মাত্র শেষ হয়েছে কোপা আমেরিকার আসর। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে পরপর দু'বার ট্রফি জয় নিশ্চিত করেছে আর্জেন্তিনা দল। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকাতে মেক্সিকো দল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তার পরেই মেক্সিকো দলের বর্তমান হেড কোচ জাইমে লোসানোকে মেক্সিকো ফুটবল ফেডারেশনের তরফে অফার করা হয় সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করার বিষয়ে। তবে তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। তার পরেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে মেক্সি😼কো ফুটবল ফেডারেশন। কোপা আমেরিকায় মেক্সিকোর ব্যর্থতার পরেও, কোচিং স্টাফে থেকে যাওয়ার সুযোগ পেয়েছিলেন লোসানো। তবে সহকারী কোচ হিসাবে অভিজ্ঞতা অর্জনের ♋প্রস্তাবে রাজি হননি তিনি। সেই কারণেই তাঁকে শেষ পর্যন্ত বরখাস্তই করে দিল মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ)।
আরও পড়ুন: ভারতের কোচ 🍎হওয়া♑র দৌড়ে AIFF-এর শর্টলিস্টে মানোলো আর হাবাসও,মোট ৬ জনকে পাঠানো হল ই-মেল
ঘটনাচক্রে কোপা আমেরিকায় 'বি’ গ্রুপে ছিল মেক্সিকো দল। তারা তাদের অভিযান শুরু করেছিল জামাইকার বিপক্ষে জয় দিয়ে। তবে এর পরেই ঘটে অঘটন। তারা ভেনেজুয়েলার কাছে হেরে যায়। তাদের তৃতীয় গ্রুপ ম্যাচে তারা ইকুয়েডরের সঙ্গে ড্র করে। আর এই কারণেই তারা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায়। এর পরেই লোসানোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। ফুটবল ফেౠডারেশন এত বিতর্কের মধ্যেও লোসানোকে দলের সঙ্গে রাখতে চেয়েছিল। তারা তাঁকে সহকারী কোচের ভূমিকায় থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ৪৫ বছর বয়সী কোচ তা গ্রহণ করেননি বলে বিবৃতিতে জানিয়ে দিয়েছে এফএমএফ।
আরও পড়ুন: বড় বাজি সবুজ-মেরুনের, এক বছরের চুক্তিতে মোহনবাগ♐ানে সই করলেন গ্রেগ স্টুয়ার্ট
ফেডারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোপা আমেরিকার পর দলের ভুল এবং সাফল্য নিয়ে বিশ্লেষণ করা হয়েছিল এফএমএফের তরফে।এই প্রক্রিয়ায় দলের উন্নতির জায়𓂃গাগুলোর মূল্যায়ন করা হয়। তখন লোসানোকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যার মধ্যে ২০২৪-২৬ সময়কালে সহকারী কোচ হিসাবে থেকে আরও অভিজ্ঞ কোনও কোচকে সহায়তা করবেন। কিন্তু লোসানো জানিয়েছেন যে, তিনি এই ভূমিকায় চালিয়ে যেতে চান না। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান করছি। তাঁর পেশাদারিত্ব, সামর্থ্যের প্রশংসা করছি।’
উল্লেখ্য, মেক্সিকোর প্রধান কোচের দায়িত্বে ১ বছর ছিলেন লোসানো। তাঁর কোচিংয়ে গত বছর গোল্ড কাপ জয় করে মেক্সিকো। এই বছরের শুরুতে কনকাকাফ নেশন্স লিগেও রানার্স আপ হয়েছিল মেক্সিকো। তাঁর কোচিংয়ে ২১ ম্যাচে ♐মেক্সিকোর জিতেছে ১০টি ম্যাচ এবং হেরেছে ৭টি ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।