এ🦋কসুরে ‘আমাদের সূর্য মেরুন’ গেয়ে যুবভারতীতে লিগ শিল্ড জয়ের উদযাপনে মাতল মোহনবাগান। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার লড়াইয়ে শেষ বাঁশি বাজার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবল, সাপোর্ট স্টাফ এবং সমর্থকরা। সবুজ-মেরুন মশাল জ্বলে ওঠে যুবভারতীর গ্যালারিতে। পতপত করে উড়তে থাকে সবুজ-মেরুন পতাকা। তারইমধ্যে ‘আমাদের সূর্য মেরুন’ গান বাজাতে থাকেন ডিজে। স্টেডিয়ামে হাজিরা ৬১,০০০-র বেশি মোহনবাগান সমর্থক একইসুরে সেই গানটা গাইতে থাকেন। গমগম করতে থাকে পুরো স্টেডিয়াম।
শিল্ড নিয়ে উচ্ছ্বাস খেলোয়াড়দের
তারইমধ্যে মাঠে শিল্ড নিয়ে উচ্ছ্বাসে ভেসে গেলেন দিমিত্রস পেত্রাতোস, শুভাশিস বোস, জেসন কামি🗹ন্স, আপুইয়া, বিশাল কাইথরা। হেড কোচ জোসে মোলিনাকে ডেকে নিয়ে এসে তাঁর হাতে শিল্ড তুলে দেন। বাকিরাও একে-একে নিজেদের হা🌜তে শিল্ড তুলে ছবি তুলতে থাকেন মাঠে। আসেন তাঁদের পরিবারের সদস্যরাও। পরিবারের সদস্যদের গলায় মেডেল পরিয়ে দিয়ে ছবি তুলতে থাকেন। জড়িয়ে ধরেন একে অপরকে।
আর সেটা হওয়ারই কথা। গতবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এসে খেতাব জিতেছিলেন শুভাশিস। এবার এতটাই দাপটে𝐆র সঙ্গে মোহনবাগান শিল্ড জিতেছে যে অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছে। যে দলটা মরশুমের গোড়ার দিকে বেঙ্গালুরু এফসির কাছে খুব বাজেভাবে হেরেছিল, তারাই বাজিমাত করেছে। সেইসঙ্গে গড়েছে একগুচ্ছ রেকর্ড।
আরও পড়ুন: ISL-এ খারাপ রেফারিংয়ের শিকার ইস্টবেঙ্গল! নর্থইস্টের কাছে ৪ গোল হজম⛦! বাজে ফুটবলও খেলল ꦬব্রুজোর দল
এবার আইএসএলের মরশুমে মোহনবাগানের রেকর্ড
১,০০০ পয়েন্ট: ভারতীয় ফুটবলে ইতিহাস গড়ল মোহনবাগান। দেশের সেরা লিগে ১,০০০ পয়েন্ট পাওয়ার নজির♓ গড়ল। জাতীয় লিগ, আই লিগ এবং আইএসএল মিলিয়ে সেই নজির গড়ল। তার মধ্যে সাতবার চ্যাম্পিয়ন𝓀 বয়েছে। তিনবার জিতেছে জাতীয় লিগ। দু'বার আই লিগ জিতেছে। আর দু'বার আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল।
৫৬ পয়েন্ট: আইএসএলের ইতিহাসে একটি মরশুমে সবথেকে পয়েন্ট তুলে 𓂃নিয়ে ইতিহাস গড়ল মোহনবাগান।
১৭টি জয়: একটি মরশুমে সর্বাধিক জয়ের নজির গড়ল সবুজ-মেরুন 𒅌বাহিনী।
১৫টি ক্লিনশিট: আইএসএলের একটি মরশুমে সর্বাধিক ক্লিনশিটের নজির গড়ল স♔বুজ-মেরুন ব্রিগেড।
২০টি গোল: একটি আইএসএলের💦 মরশুমে সেটপিস থেকে সর্বাধিক গোল করে ইতিহাস গড়ল সবুজ-মেরুন ব🦩্রিগেড।
৬২৬ মিনিট: এবারের আইএসএলে শেষ ৬২৬ মিনিট গোল হজম করেনি। যা൩🃏 ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ। অনেক আগেই এফসি গোয়ার রেকর্ড ভেঙে দিয়েছে।
১১টি জয়: আই🐠এসএলের ইꦇতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১টি ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল মোহনবাগান।
আইএসএলে পরপর ৩টি মরশুমে খেতাব: ২০২২-২৩ সালে আইএসএল কাপ জিতেছিল মোহনবাগান। ২০২৩-২৪ সালে জিতেছিল লিগ শিল্ড। আর এবারও লিগ🦩 শিল্ড জিতে নজির গ🌞ড়ল মোহনবাগান।
আইএসএসের ইতিহাসে পরপর ২ বার শিল্ড জয়: ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ꧟দল হিসেবে সেই নজির গড়ল মোহনবাগান।
আরও পড়ুন: Super Cup 2025: ঘোষণা হয়ে গেল সুপার কাপের দিনক্ষণ, ভেন্🔜যু কোথায়, কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট?
তবে সেখানেই থামতে চায় ন꧒া মোহনবাগান। মোলিনারা এবার আইএসএলের সেমিফাইনালের দিকে ফোকাস করছেন। সেই ধাপ পার𒅌 করে কাপ জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। যে স্বপ্নপূরণের একধাপ আগেই গতবার থেমে যেতে হয়েছিল মোহনবাগানকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।