আম্বানিদের বিয়েবাড়িতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা হল সঞ্জীব গোয়েঙ্কার। আর সেই ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। শনিবার রাতে ইনস্টাগ্রামে ইনফান্তিনোর সঙ্গে ছবি 🐓পোস্ট করে গোয়েঙ্কা লেখেন, ‘ফিফার প্রেসিডেন্টের সঙ্গে (দেখা হল)। দারুণ এক সাক্ষাৎ-পর্ব হল।’ যে ছবিতে একেবারে হাসিমুখে দেখা গিয়েছে গোয়েঙ্কা এবং ফিফা প্রেসিডেন্টকে। সেটিই ভাইরাল হয়ে গিয়ে𝄹ছে। বিশেষত আনোয়ার আলিকে নিয়ে যখন রেষারেষি চলছে, সেই পরিস্থিতিতেত ফিফা প্রেসিডেন্টের সঙ্গে গোয়েঙ্কার দেখা হওয়ার বিষয়টি নিয়ে একটি মিমও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
যত কাণ্ড আনোয়ারকে নিয়ে
কোন দল🐻ে থাকবেন আনোয়ার, মোহনবাগানেই থাকবেন নাকি অন্য কোনও দলে (ইস্টবেঙ্গল) যাবেন, তা নিয়েই এখন যাবতীয় বিতর্ক চলছে। দিনকয়েক আগে মোহনবাগানকে পাঠোনো চিঠিতে আনোয়ার দাবি করেছিলেন যে লোনের চুক্তি বাতিল করে দেওয়া হোক। আর তাঁর সঙ্গে মোহনবাগান যাতে স্থায়ী চুক্তি করে ফেলে, সেই প্রস্তাব দিয়েছিলেন। সেজন্য তাঁর মূল ক্লাব দিল্লি এফসির সঙ্গে যোগাযোগ করতেও বলেছিলেন আনোয়ার। যে ক্লাব 🌺থেকে লোনে মোহনবাগানে আসেন তারকা ডিফেন্ডার।
একটি মহলের দাবি, বিষয়টি নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছেও নিজের যুক্তি তুলে ধরেছেন আনোয়ার। তিনি দাবি করেছেন যে দীর্ঘদিন ধরে লোনে থাকায় তাঁর কেরিয়ারꦅ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি স্থায়ী চুক্ত🐲ির প্রয়োজন আছে, যাতে কেরিয়ার নিয়ে নিশ্চিত হতে পারেন।
আরও পড়ুন: CFL 2𒆙024 Points Table: অবনমনের আওতায় মোহনবাগান! ইস্টবেঙ্গলের কাছে হেরে কলকাতা লিগে নামল ১১ নম্বরে
তবে শেষপর্যন্ত কী হবে, তা ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির উপরে নির্ভর করছে। আনোয়ারের দলবদলের বিতর্ক সামনে আౠসার পর থেকে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোনও বৈঠক হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যে পক্ষের জয় হবে, তার অপর পক্ষ আইনি পথে হাঁটতে পারে। ফলে আনোয়ার বিতর্কে যে এখনই ইতি পড়ছে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের।
আনোয়ার জট নিয়ে ইস্টবেঙ্গল কী বলছে?
লোনের ক্ষেত্রে ফিফা যে নতুন𒀰 নিয়ম চালু করেছে, সেটা দিল্লি এফসির রঞ্জিত বাজাজ তুলে ধরার পরই আনোয়ারকে নিয়ে ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ২০২২ সালে চালু করা ওই নিয়ম অনুযায়ী, লোনের চুক্তির মেয়াদ এক বছরের বেশি হতে পারে না। আর সেই নিয়ম কার্যকর করার জন্য তিন বছর দিয়েছিল ফিফা। যদিও আনোয়ারের লোনের চুক্তির সময় সেই নিয়ম কার্যকর হয়নি ভারতে।
কিন্তু পুরো বিষয়টি নিয়ে যে জট তৈরি হতে পারে, সেটা অনুমান করেই মোহনবাগানের ঘরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে আনোয়ারকে পেতে ময়দানে নেমে🗹 পড়ে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আনোয়ারকে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর অপেক্ষা করছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপরে꧑।
'উইন-উইন' পরিস্থিতি ইস্টবেঙ্গলের
পুরো বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গলের সেরকম কোনও মাথাব্যথা নেই। কারণ আনোয়ারের পক্ষে সিদ্ধান্ত গেলে তাতে ‘জয়’ হবে ইস্টব🐲েঙ্গলের। আর মোহনবাগানের পক্ষে রায় গেলে তাতে কোনও ক্ষতি হবে না লাল-হলুদ ব্রিগেডের। যদিও মোহনবাগান ঘুরিয়ে দাবি করে আসছে যে আনোয়ার সবুজ-মেরুনেই থাকছেন।
আরও পড়ুন: ‘দেখবি আর জ্বলবি!’ আনোয়ার আলির দলবদলের গল্পে নতুন মোড়, মোহনবꦜাগানের পোস্ট ঘিরে জল্পনা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।