মহিলা সাফ কাপে ফের হার ভারতের। সেমিফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। পেনাল্টিতে খেলার ফলাফল ছিল ৪-২। রবিবারের ম্যাচ সাক্ষী ছিল এক নাটকীಌয় পরিস্থিতির। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে প্রায় ১ ঘণ্টা ম্যাচ খেলেনি নেপাল। ফলে ভারতীয় খেলোয়াড়দের ছন্দ পতন হওয়া ছিল স্বাভাবিক। এদিন অপর সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভুটানের। সেই ম্যাচ ৭-১ ব্যবধানে জিতে নেয়🐎 বাংলাদেশ। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
ভারতের বিরুদ্ধে ম্যাচে ঘরের মাঠে প্রথম থেকেই দর্শক অ্যাডভান্টেজ নেপালের কাছে ছিল।&nbꦏsp;নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। মাঠের থেকে এদিন মাঠের বাইরে বেশি নাটকের সাক্ষী থাকল ফুটবল। এদিন পুরো ম্যাচ শেষ♍ হতে সময় লাগে ৩ ঘণ্টা। ৬২ মিনিটে সঙ্গীতা বাঁশফোরের গোলে এগিয়ে গেছিল ভারত। এর পরেই গোল শোধ করা হয় নেপালের তরফে। তবে সেটি বাতিল ঘোষণা করা হয় রেফারির তরফে।
এরপর প্রায় ৭০ মিনিট খেলা বন্ধ ছিল। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে খেলতে অস্বীকার করে নেপালের ফুটবলাররা। AIFF এক বিবৃতিতে দাবি করেছে, এই সময় এক ঐতিহাসিক মুহূর্তের সা🌼ক্ষী থাকে ফুটবল দুনিয়া। ঘটনাকে কেন্দ্র করে মাঠের মধ্যে বিভ্রান্তি লক্ষ্য করা যায়। যা ভারতীয় শিবিরের ছন্দ পতনের কারণ। ঘটনার পর খেলা শুরু হলে নেপাল ম্যাচে সমতা ফেরায়। টাই-ব্রেকারে, নেপাল তাদের চারটি শট গোলে রূপান্তর করতে সক্ষম হয়েছিল, যেখানে শুধুমাত্র মনীষা এবং কারিশমা শিরভোইকার ভারতের হয়ে পেনাল্টি থেকে গোল পেয়েছিল। অধিনায়ক আশালতা দেবী এবং রঞ্জনা চানু ব্লু টাইগ্রেসের হয়ে পেনাল্টি মিস করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঝামেলা শুরু হয় যখন নেপালের স্ট্রাইকার রেখা পাউডেলকে ৫১ মিনিটে তার দ্বিতীয় হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখানো হয়। AIFF জানিয়েছে, নেপালের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায়, স্ট্যান্ডে তৈরি হওয়া উত্তেজনা সহকারী রেফারিকে মাঠ ছাড়তে বাধ্য করে। ১২ মিনিট পর খেলা শুরু হয়। এরপর ভারত ম্যাচে লিড নিলে ঘটনা হাতের বাইরে চলে যায়। ভারতীয় ফুটবলাররা যখন গোল সেলিব্রেশনে ব্যস্ত, তখন ফাঁকা গোলে বল জড়িয়ে দেয় নেপালের ফুটবলাররা। রেফারি সেই গোল দিতে অস্বীকার করেন। দর্শকরা ঘটনার প্রতিবাদ করতে থাকলে নেপালে෴র ফুটবলাররাও মাঠ ত্যাগের সিদ্ধান্ত নেয়। প্রায় এক ঘণ্টা পর ঘটনার সমাধান সম্ভব হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।