চিকিৎসায় সাড়া দিচ্ছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ভালꦜোভাবেই সাড়া দিচ্ছেন ফুটবল সম্রাট। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।
গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাতালে ভরতি আছেন পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সংক্রমণের কারণে পেলেকে অ্যান্টি-বায়োটি𓆏ক দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ক্যানসারের জন্য কেমোথেরাপিও চলছে। গত বছর সেপ্টেম্বরে তাঁর কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোন অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি।
তারইমধ্যে শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা ডে সাও পাওলোর প্রতিবেদনে দাবি করা হয়, কেমোথেরাপিতে কাজ হচ্ছে না। তাই তাঁকে 'প্যালিয়েটিভ কেয়ার'-এ (কোনও রোগী যখন কোনও চিকিৎ𓆉সায় সাড়া না দেন🐈, তখন তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা) রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও সংবাদসংস্থা এপির তরফে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি (হাসপাতালের তরফে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনও মন্তব্য করা হয়নি)।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ! প্যালিয়েটিভ♐ কেয়ারে জীবনের সঙ্গে লড়াই করছেন পেলে: রিপোর্ট
তারইমধ্যে বিশ্বজুড়ে তুমুল উদ্বেগ তৈরি হয়। ফুটবল তারকা থেকে শুরু করে ফুটবল সমর্থকরা পেলের আরোগ্য কামনা করতে থাকেন। তিনবারের বিশ্বকাপজয়ী ৮২ বছরের ফুটবল সম্রাটের জন্য প্রার্থনা করেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। তিনি বলেন, 'রাজার জন্য প্রার্থনা করুন।' সেনেগালের বিরুদ্ধে 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচেꩵর আগে সাংবাদিক বৈঠকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন বলেন, 'পেলের আরোগ্য কামনা করছি। আমাদের খেলায় উনি একজন অনুপ্রেরণা। উনি এখন দুর্দান্ত ফুটবলার এবং দুর্দান্ত মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
আরও পড়ুন: হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি, ফুলে গ𝓡িয়েছে শরীর, 𒉰হাসপাতালে ভর্তি পেলে
‘সুস্থ হয়ে উঠুন পেলে’, প্রার্থনা কাতারের
ফুটবল সম্রাট পেলের আরোগ্য কাতারের হোটেলের টর্চ হোটেলের তরফে বিশেষ বার্তাꦑ দেওয়া হয়। স্টেডিয়ামের ঠিক পাশ🍷েই অবস্থিত সেই হোটেলে পেলের ছবি ফুটিয়ে তোলা হয়। সঙ্গে সুস্থ হয়ে ওঠার বার্তা দেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।