Pele Health Update: সাও পাওলোর হাসপাতালের তরফে জানানো 🅺হয়েছে, শ্বাসযন্ত্রের স♕ংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ভালোভাবেই সাড়া দিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে পেলের যে চিকিৎসা চলছে, তাতে ভালোভাবেই সাড়া দিচ্ছে𝓡ন ফুটবল সম্রাট। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।
গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাত𒀰ালে ভরতি আছেন পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জাꦯনানো হয়েছিল, সংক্রমণের কারণে পেলেকে অ্যান্টি-বায়োটিক দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ক্যানসারের জন্য কেমোথেরাপিও চলছে। গত বছর সেপ্টেম্বরে তাঁর কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোন অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি।
তারইমধ্যে শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা ডে সাও পাওলোর প্রতিবেদনে দাবি করা হয়, কেমোথেরাপিতে কাজ হচ্ছে না। তাই তাঁকে 'প্যালিয়েটিভ কেয়ার'-এ (কোনও রোগী যখন কোনও চিকিৎসায় সাড়া না দেন, তখন তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা) রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও সংবাদসংস্থা এপির তরফে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি (হꦦাসপাতালের তরফে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনও মন্তব্য করা হয়নি)।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই👍 দুঃসংবাদ! প্যালিয়েটিভ কেয়ারে জীবনের সঙ্গে লড়াই করছেন পেলে: রিপোর্ট
তারইমধ্যে বিশ্বজুড়ে তুমুল উদ্বেগ তৈরি হয়। ফুটবল তারকা থেকে শুরু করে ফুটবল সমর্থকরা পেলের আরোগ্য কামনা করতে থাকেন। তিনবারের বিশ্বকাপজয়ী ৮২ বছরের ফুটবল সম্রাটের জন্য প্রার্থনা করেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। তিনি বলেন, 'রাজার জন্য প্রার্থনা করুন।' সেনেগালের বিরুদ্ধে 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন বলেন, 'পেলের আরোগ্য কামন𒁏া করছি। আমাদের খেলায় উনি এ𒅌কজন অনুপ্রেরণা। উনি এখন দুর্দান্ত ফুটবলার এবং দুর্দান্ত মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
আরও পড়ুন: হঠাৎ করেই শার🤪ীরিক অবস্থার অবনতি, ফুলে গিয়েছে শরীর, হাসপাতালে ভর্তি পেলে
‘সুস্থ হয়ে উঠুন পেলে’, প্রার্থনা কাতারের
ফুটবল সম্রাট পেলের আরোগ্য কাতারের হোটেলের টর্চ হোটেলের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়। স্টেডিয়ামের ঠিক পাশেই অবস্থিত সেই হোটেলে পেলের ছবি ফꦚুটিয়ে তোলা হয়। সঙ্গে সুস্থ হয়ে ওঠ💦ার বার্তা দেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।