ইউরো কাপের ম্যাচে বড় অঘটন। গ্রুপ স্টেজের শেষ ম্যাচে হেরে গেল পর্তুগাল। হারলেও অবশ্য পরের রাউন্ড নিশ্চিত ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের। তবু নক আউটের ম্যাচের আগে বড় ধাক্কা খেল পর্তুগিজ শিবির। জর্জিয়ার কাছে অপ্রত্যাশিতভাবেই ২-০ গোলে হেরে গেল পর্তুগাল। গোটা ম্য𝓡াচেই দাপুটে ফুটবল খেলে জর্জিয়া। বল পজিশনে রোনাল্ডোরা এগিয়ে থাকলেও খেলার সময় দেখে মনে হয়নি জর্জিয়ার খেলায় সামান্য হলেও জড়তা রয়েছে। বরং ওপেন ফুটবলই খেলে ইউরোপের এই দেশ। বারবার রোনাল্ডোদের রক্ষণে হানা দিয়ে যায় জর্জিয়া। সেই সৌজন্যেই ২-০ গোলে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ল তাঁরা, অন্যদিকে এক রাশ হতাশা এবং বিরক্তি নিয়ে মাঠ ছাড়ল রবার্তো মার্তিনেজের ছেলেরা।
আরও পড়ুন-বিশ্বকাপে ডাহা ফেল অজিরা, টি২০ দলে কি আসবে বড় বꦑদল?ভেতরেরꦐ কথা ফাঁস করলেন হেজেলউড
ম্যাচের ২ মিনিটের মধ্যেই এগিয়ে যায় জর্জিয়া। ততক্ষণে রোনাল্ডোদের পর্তুগিজ রক্ষণ আঁটোসাটো হয়নি। কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে চাপে পড়ে যায় পর্তুগিজ শিবির। অনেকটা দৌড়ে এসে দুরন্ত গোল করে যা💃ন জর্জিয়ার ফুটবলার কিভিচা। পর্তুগিজ রক্ষণ সেভাবে তাঁকে মার্ক করতে পারেনি। ম্যাচের শুরুর দিক বলে কিছু বুঝে ওঠার আগেই পিছ♊িয়ে পড়ে তাঁরা। এরপর জর্জিয়ার গোল লক্ষ্য করে একের পর এক শট নিতে থাকে পর্তুগাল। কিন্তু আক্রমণে বারবার একা হয়ে পড়েন রোনাল্ডো। যথেষ্ট চেষ্টা করলেও সেরকম বল তিনি পাননি, ফলে তাঁর পা থেকে গোলও আসেনি। রোনাল্ডোর একটি ফ্রি কিক প্রথমার্ধে দুরন্ত সেভ দেন জর্জিয়ার গোলরক্ষকষ
আরও পড়ুন-জাদেজার থেকে অক্ষর-কুলদীপ ꧂ভালো, খারাপ ✱ফর্ম শুরু হতেই খোলস ছেড়ে বেরলেন মঞ্জরেকর
নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় পেপে, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজসহ প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বাইরে রেখেই দল সাজিয়ে ছিলেন রবার্তো মার্তিনেজ। রিজার্ভ বেঞ্চ যে 🌳তাঁদের মোটেই শক্তিশᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚালী নয় সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল। রুবেন নেভেস , দিয়েগো জোটা, গনকালো রামোসরা মাঠে নামলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি পর্তুগাল। বরং ইনসুরেন্স গোল পেয়ে যায় জর্জিয়া। ৫৭ মিনিটে পর্তুগিজ রক্ষণের ফুটবলার ফাউল করায় পেনাল্টি পায় জর্জিয়া। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন দলের স্ট্রাইকার মিকাউতাদজে।
ꩵআরও পড়ুন-বিশ্বকাপে দুই অধ🎀িনায়কের কীভাবে এত মিল? দেখে মনে হবে যজম ভাই রোহিত-বাটলার
এই হারের পর রাউন্ড অফ সিক্সটিনের আগে কিছুটা হলেও ধাক্কা খেল পর্তুগাল শিবিরের আত্মবিশ্বাস। ম্যাচে হলুদ কা𒅌র্ড দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরের রাউন্ডে রোনাল্ডোর দলের প্রতিপক্ষ স্লোভেনিয়া। সেই ম্যাচও মোটেই সহজ হবে না পর্তুগালের কাছে, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।