ইংল্যান্ডের প্রথম দল হিসাবে কোয়াড্রপল জয়ের লক্ষ্যে এগোচ্ছে লিভারপুল। সেই লক্ষ্যেই প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে একেবারে হাড্ডাহাড🐼্ডি লড়াইয়ে আছে রেডসরা। লিগ খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয় কাজটা আরও একবার সফলভাবে করতে সক্ষম হল লিভারপুল।
ঘরের মাঠে নাগাড়ে ছয় ম্যাচ জিতে দুরন্ত ছন্দে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের দৌড় থামিয়ে দিল রেডসরা। ১-০ ব্যবধানে ম্যাগপাইজদের হারাল জুরগেন ক্লপের দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লিভারপুলই দাপট দেখালেও ♒এদিন এক গোলের বেশি করতে পারেননি তারা। ꦬশুরু থেকে দাপট দেখানোর পর প্রথমার্ধে ম্যাচের ১৯ মিনিটে দিয়োগো জোটার সঙ্গে ওয়ান টু খেলে নিউক্যাসেল গোলের একেবারে সামনে পৌঁছে যান নাবি কেইটা। মাথা ঠান্ডা রেখে দারুণ ড্রিবলিংয়ে নিউক্যাসল গোলরক্ষক মাত দিয়ে বল জালে জড়িয়ে দেন গিনির মিডফিল্ডারই।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে, এ ম্যাচে ক্লপ মহম্মদ সালাহ, ফ্যাবিনহোর মতো অনেক প্রথম সারির তারকাকেই বিশ্রাম দেন। তবে তাতে লিভারপুলের খেলায় খুব বেশি প্রভাব পড়েনি। লুইস ডিয়াজকে আবারও বেশ প্রাণবন্ত দেখায়। দ্বিতীয়ার্ধ꧙ে নেমে সালাহও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। তবে নিউক্যাসল গোলরক্ষক মার্টিন ডুবরাভ꧒কা বারংবার রেডদের প্রতিহত করেন। শেষমেশ ম্যাচে আর কোনো গোল হয়নই। এই জয়ের ফলে আপাতত সিটির থেকে দুই পয়েন্ট বেশি, ৮২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় একে রইল লিভারপুল। অবশ্য রাতে লিডসকে হারালেই ফের একে চলে আসবে সিটি। নিউক্যাসেল ৪৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।