বড় সড় অঘটন না ঘটলে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস থেকে এই ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। নভেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বসুন্ধরা কিংসের। তারপরই তাঁকে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা💮 যেতে পারে বলে শোনা যাচ্ছে। নয়া কোচ অস্কার ব্রুজোর অত্যন্ত পছন্দের ফুটবলার এই ব্রাজিলিয়ান।
২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো চলতি বছরের নভেম্বর মাসের পরই ফ্রি প্লেয়ার হয়ে যেতে পারে। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি নভেম্বর পর্যন্ত রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসেবে কোনও দলে যোগ দিলে ফিফার উইন্টার ট্রান্সফার উইন্ডো ꦰপর্যন্ত অপেক্ষা করতে হবে না লালহলুদকে। আরও একটা বিষয় মাথায় ঘোরাপেরা করছে ইস্টবেঙ্গল শিবিরের।
আরও পড়ুন-‘তোমাদের ভꦰালোবাসার দাম দেব’! দায়িত🌜্ব নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের বললেন নতুন কোচ অস্কার…
ক্লেইটন আউট, রবিনহো ইন?
অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের নয়া কোচ হওয়ার আগে থেকেই জানাচ্ছিলেন রবিনহোকে নিতে চান তিনি। বাংলাদেশের বসুন্ধরা কিংসের জার্সিতে ২০২১ সালের পর থেকে ভুরি ভুরি গোল রয়েছে তাঁর। অর্থাৎ পজিটিভ বক্স স্ট্রাইকার বলতে যান বোঝায়। এএফসি কাপেও ভালো পারফরমেন্স ছিল। ক্লেইটন সিলভার ♔বয়স ৩৬, সেখানে রবিনহোর ২৮। সেই কারণেই আক্রমণে তারুণ্য আনতে পারেন ব্রুজো।
আরও ❀পড়ুন-যুদ্ধে🎃র আবহে ইরানে খেলতে না যাওয়ার শাস্তি! ACL-2 থেকে ছেঁটে ফেলা হল মোহনবাগানকে…
ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা বাড়ছে রবিনহোর…
কয়েক মাস আগেই ইস্টবেঙ্গলকে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির তরফে থেকে ট্রানসফার ব্যান দেওয়া হয়েছিল। ফলে সেক্ষেত্রে তাঁরা নতুন ফুটবলার সই করাতে পারত না। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কোনওরকম শাস্তির আওতায় না থাকায় লালহলুদও চাইছে দ্রুত রবিনহোকে দলে নিয়ে নিতে। 🃏কারণ আনোয়ার মামলায় এখনও চূড়ান্ত রায় আসেনি। আর নতুন কোচ তাঁর পছন্দের ফুটবলার পেলে শুরু থেকে, দলকে চালনা করতেও তাঁর সুবিধা হবে।
টাকা বকেয়া রয়েছে রবিনহো…
জানা যাচ্ছে বর্তমানে ৮ কোটি বাংলাদেশি মুদ্রার চুক্তিতে বসুন্ধরা কিংসে খেলেন রবিনহো। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেরকম অশান্তি চলছে তাতে সেদেশের ব্যবসার অবস্থা আগের মতো নেই। ফলে একজন ফুটবলারের পিছনে 🌠এত টাকা খরচা করার পক্ষপাতি নয় ক্লাবও। প্রায় ৫৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।