সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মহিলা ফুটবল দলের কোচের নাম ঘোষণা করল। প্রায় একদশকের অভিজ্ঞতা সম্পন্ন সন্তোষ কাশ্যপকে কোচ হিসাবে বেছে নিল ফেডারেশন। সন্তোষ কাশ্যপ আইলিগে মোহনবাগান, আইজল এফসি এবং মুম্বই এফসির মতো বড় দলের কোচও ছিলেন। আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞত💮া রয়েছে তাঁর, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও ওড়িশা এফসির সহকারী কোচ ছিলেন তিনি। প্রাক্তন ফুটবলার চৌবা ♏দেবীর জায়গায় ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সন্তোষ কাশ্যপ।
কাশ্যপের প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে মহিলা সাফ কাপ চ্যাম্পিয়নশিপ। আগামী ১৭-৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডু শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২৯ সদস্যের দলকে নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে গোয়ায় শুরু হয়ে যাবে প্রা𝕴ক-টুর্নামেন্ট প্রস্তুতি শিবির। জাতীয় দলে কাশ্যপের সহকারী হিসেবে যোগ🐟 দেবেন প্রিয়া পিভি। গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে রঘুবীর প্রবীণ খানোলকারকে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সন্তোষ কাশ্যপ বলেন, ‘জাতীয় দলের কোচ হওয়া সবসময় সম্মানের। আমি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, টেকনিক্যাল কমিটি সহ ফেডারেশনের সকল সদস্যের কাছে আমায় সুযোগ দেওয়ার জন্য কৃ🍌তজ্ঞ’। ভারতীয় মহিলা ফুটবল দল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'আমার দলের উপর সম্পূর্ণ ভরসা আছে। সবাই খুব ভালো খেলোয়াড় কিন্তু আমাদের শুধু কৌশলগত দিক থেকে কিছু উন্নতির প্রয়োজন আছে। আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি দলের প্রয়োজনীয় রসদ জোগাতে সক্ষম হব’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।