আজ মোহনবাগান সুপার জায়ান্টস দল মাঠে নামছে ডুরান্ড কাপের সেমিফাইনালে। ম্যাচ জিতলেই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও একধাপ এগিয়ে যাবে ডুরান্ড জয়ের দিকে। পঞ্জাব এফসি ম্যাচে সেরকম ভালো খেলেনি মোহনবাগান দল। আজকের ম্যাচ কলকাত🐻ায় নিজেদের ডেরায় খেলবে সবুজ মেরুন শিবির, ফলে কিছুটা অ্যাডভান্টেজ তাঁদের থাকারই কথা। কিন্তু বেঙ্গালুরু এফসি দল এবারে ডুরান্ড কাপে হট ফর্মে রয়েছে। সুনীল ছেত্রীরা গত ম্যাচে হারিয়ে দিয়েছে এবারের প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা কেরল ব্লাস্টার্স দলকে। ফলে ম্যাচ কলকাতায় হলেও বেঙ্গালুরু যে মোটেই আন্ডারডগ নয়। বরং ম্যাচ সমানে সমানে হবে, সেকথা বলাই বাহুল্য। ম্যাচের আগে তাই মোলিনার গলাতেও শোনা গেছে প্রতিপক্ষের প্রতি সমীহের সুর।
মোহনবাগানের সাফল্য যেমন নির্ভর করবে দিমি♚ত্রি পেত্রাতোস এবং জ্যাসন কামিন্সের ওপর, তেমনই বেঙ্গালুরু এফসির ভাগ্য নির্ভর করবে স্ট্রাইকার জোর্গে পেরেইরা দিয়াজ এবং সুনীল ছেত্রীর ওপর। এবারের ডুরান্ড কাপে এখনও পর্যন্ত ৪ গোল হয়ে গেছে দিয়াজের। এবারে মোট সাতজন ফুটবলার বেঙ্গালুরুর হয়ে গোল করেছে। এর মধ্যে পাঁচটি গোল আবার এসেছে সেট পিস থেকে, মোহনবাগানের কাজটা একদমই সহজ হবে না। তবে আইএসএলের শিল্ডজয়ীদের থেকে সঙ্ঘবদ্ধ ফুটবল আশা করাই যায়। অন্তত পঞ্জাব ম্যাচের মতো রক্ষণভাগ না খেললে, এই ম্🙈যাচে জিততে পারে সবুজ মেরুন। কিন্তু কোয়ার্টারের ভুল যদি ডিফেন্সে আবারও করে বাগান, সেক্ষেত্রে হয়ত বারবার ফুটবল দেবতাও সুযোগ দেবে না।
আরও পড়ুন-‘কেউ দে♛খতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে বেঙ্গালুরু এফসির ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ ডিজিটাল স্ট্রিমিংয়ে সরাসরি দেখা যাবে সোনি লিভ-এ। ♛সল্টলেকের যুবভারতী স্টে💯ডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে পাঁচটায়। টিভিতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।
মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হোসে মোলিনা গত ম্যাচে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন পেত্রাতোস, কামিনসকে। কিন্তু বেঙ্গালুরুর বিপক্ষে জিততে গেলে স্টুয়ার্ট, পেত্রাতোস, কামিনস এবং টম আলদ্রেদকেই প্রথম একাদশে রাখা হতে পারে। কারণ পঞ্জাবের সঙ্গে বেঙ্গালুরুর পার্থক্য রয়েছে। আর সেমিফাইনাল ম্যাচ সব সময়ই চাপের ম্যাচ হয়। ফলে খুব বেশি গোল যে এই ম্যাচে হবে তেমনটা আশা করা উচিত নয়। তাই স♏ব দিক বুঝেই বাগানের স্প্যানিশ বস ছক কষছেন 💦ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেঙ্গালুরু হার্ডেল টপকে ফাইনালে তোলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।