মিমের ফাঁদে পড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যের সময় ভুল বলে ফেললেন হর্ষ ভোগলে। কয়েকজন নেটিজেন সেই দাবি করেছেন। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের দাবি, ধারাভাষ্যের সময় হর্ষ নাকি বলেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল꧅ের আগে ভারতীয় দলকে সাহায্য করতে এসেছিলেন জেমস অ্যান্ডারসন। যদিও বিষয়টি নিয়ে টুইটারে আপাতত কিছু বলেননি বিখ্যাত ধারাভাষ্যকার। উল্লেখ্য, যে মিমের ফাঁদে পড়ে হর্ষ ভুল করে বলে দাবি করেছেন ℱকয়েকজন নেটিজেন, সেই মিমে ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ইংল্যান্ডের তারকা পেসার অ্য়ান্ডারসন বলে মজা করছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ওই মিম ভাইরাল হয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ঠিক আগেই। আইপিএলের মধ্যে ভারতের একদল ক্রিকেটার ইংল্যান্ডে এসে বিশ্ব টেস্ট চ্যা🌌ম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছিলেন। নেমে পড়েছিলেন অনুশীলনে। আর ভারতীয় ক্রিকেট দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাসের কিট পরে তাঁরা অনুশীলনে নেমেছিলেন। যে ছবি গত ২৫ মে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছিল। চারটি ছবির কোনওটায় উমেশ যাদব, কোনওটায় শার্দুল ঠাকুরদের দেখা গিয়েছিল। একটি ছবিতে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌররা ছিলেন। অপর একটি ছবিতে শার্দুল, উমেশদের সঙ্গে সোহমকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: I♔ND vs AUS, WTC Final 2023: পরিস্থিত✤ি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম- অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সাফাই বোলিং কোচের
হঠাৎ করে সোহ♍মকে দেখে মনে হচ্ছিল, এটা যেন অ্যান্ডারসন। বাঁ-দিক থেকে মুখের গড়ন দেখে কিছুটা অ্যান্ডারসনের মতো লাগছিল সোহমকে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়👍ে পড়েছিল। অনেকে তো মজা করে বলতে থাকেন যে চিরশত্রু অস্ট্রেলিয়া যাতে হেরে যায়, সেজন্য ভারতীয় বোলারদের তো পরামর্শ দিতে আসতেই পারেন অ্যান্ডারসন।
আরও পড়ুন: IND vs AU🍌S, WTC Final 2023: টস করতে নামার সময়ে নেতা কোহলির পোস্টারের সামনে হোঁচট খেলেন রোহিত- ভাইরাল সেই ছবি
তারইমধ্যে বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমদিনের খেলার মধ্যেই কয়েকজন নেটিজেন দাবি করতে থাকেন, সোহমকে নাকি সত্যিই অ্যান্ডারসন ভেবেছিলেন হর্ষ। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। তাতে হর্ষকে বলতে শোনা গিয়েছে, ‘সম্প্রতি ভারতীয় শিবিরে ওর কয়েকটি ছবি দꦰেখতে পেয়েছি। ভারতের সোয়েট শা🐼র্ট পরেছিল। হয়ত এই (ইংল্যান্ডের) পরিবেশে (ওর) সঙ্গে আলোচনা করতে এসেছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।