এ যেন মেঘ না চাইতে জল। বুধবার ভারতের অনুশীলন সেশনের জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছানোর পরেই ঋষভ পন্ত♉ প্রথম জানতে পারেন, তিনি প্রথম বারের মতো ভারতকে নেতৃত্ব দেবেন। এবং তাও তার ঘরের মাটিতে। এই খবর পাওয়ার পর পুরো বিষয়টি তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটার বলেছেন, তিনি এখনও পুরো বিষয়টি ‘হজম’ করে উঠতে পারেননি। ঘোরের মধ্যে র🦄য়েছেন।
আসল হঠাৎ করেই দক্ষ🌳িণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগেই কেএল রাহুল চোটের কারণ🌜ে ছিটকে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই সিরিজের সহ-অধিনায়ক পন্তের ঘাড়েই ভারতের দায়িত্ব তুলে দেওয়া হয়। আর পন্ত ভাবতেই পারছেন না, তিনি আর প্রায় ২৪ ঘণ্টা পরেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। তিনি বলেই ফেলেছেন, ‘আমি এখনও এটি হজম করতে পারছি না। মাত্র এক ঘন্টা আগে জানতে পেরেছি’
আরও পড়ুন: কপাল পুড়ল ভারতের, T20 সিরিজের ১দিন আগে ছিটকে গ🦂েলেন রাহুল, ন𓆉েতা কে?
আরও 𒁃পড়ুন: প্রথম একাদশে হার্দিকের জায়গা পাকা, GT অধিনা💙য়ক ফেরায় সঙ্কটে KKR তারকার কেরিয়ার
ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে এসে মুখে লম্বা হাসি টেনে পন্ত বলেন, ‘এটি একটি খুব ভালো অনুভূতি। তবে বিষয়টি খুব ভালো পরিস্থিতিতে ঘটেনি। তবে একই সঙ্গে আমি অত্যন্ত খুশি। আমাকে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। আমি চেষ্টা করব, সেরাটা দিতে। আমার ক্রিকেট কেরিয়ারের ওঠা-পড়ায় আমার পাশে থাকার জন্য, আমাকে সমর্থন করার জন্য, সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। আমি এটিকে একটি ভিত্তি হিসাবে গড়ে তুলতে চাই। এবং আরও প্রতিদিন আরও উন্নতি করতে চাইব। ভালো থেকে আরও ভাল করে তুলত♔ে চাইব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।