শুভব্রত মুখার্জি: হকি বিশ্বকাপের মাঝেই খারাপ খবর এসেছিল ভারতীয় দলের জন্য। তাঁদের অন্যতম তারকা খেলোয়াড় হার্দিক সিং হঠাৎ করেই চোট পেয়ে বসেন। পুল-ডি'তে ভারতের দ্বিতীয় ম্যাচে ই🍌ংল্যান্ডের বিরুদ্ধে এই চোট পান তিনি। ফলে ভারতের পরবর্তী ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। তবে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর হল চোট যতটা গুরুতর ভাবা হয়েছিল ততটাও নয়। ফলে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তিনি ভারতের হয়ে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে যা খবর তাতে হার্দিকের চোট নয় তাঁর মাংসপেশিতে হাল্কা টান ধরেছে।
প্রসঙ্গত প্রথমে ভাবা হয়েছিল হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে পড়েছেন হার্দিক। পরবর্তী🔜তে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার পর জানা যায় তাঁর মাংসপেশিতে এবং হ্যামস্ট্রিংয়ে হাল্কা টান রয়েছে। টিম ম্যানেজমেন্টের আশা নক আউট পর্বেই ভারতের হয়ে মাঠে নামতে পারবেন এই তারকা খেলোয়াড়। উল্লেখ্য রবিবার ভারতের ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে গোলশূন্য ড্র হয়েছে। আর সেই ম্যাচের শেষ কোয়ার্টারে চোট পান হার্দিক। অবস্থা এমন দাঁড়ায় যে তাঁকে স্ট্রেচারে করে মাঠেღর বাইরে আনা হয়।
এরপরেই আশঙ্কা করা হয়েছিল হার্দিক হয়ত গুরুতর চোটের কারণে ছিটকে গেলেন চলতি বিশ্বকাপ থেকে। তবে🅺 কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে। ভারতের শেষ অনুশীলনেও হার্দিক অংশ নিয়েছেন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের দুই নম্বর পিচের পাশে দাঁড়িয়ে হার্দিক জানান 'হাল্কা টান লেগেছে। হ্যামস্ট্রিংয়ে কোনও চোট নেই। আমি এখন ঠিক আছি।' উল্লেখ্য রাউরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ খেলার পরে বর্তমানে ভারতীয় দল এসে পৌঁছেছে ভুবন🐠েশ্বরে। সেখানেই তাঁরা ১৯ তারিখ কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েলস দলের। হার্দিক আরও জানান 'আমি শক্তি বাড়ানোর অনুশীলন করছি। আশা করছি ওয়েলস ম্যাচের পরেই মাঠে ফিরতে পারব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।