বুধবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানের🐻 জন্য এক সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি মহম্মদ আজহারউদ্দিন।
এই সিদ্ধান্তকে স্বাগত জা𒁏নিয়ে আজহার বলেন, ‘আমি বুঝতে পারছি না বিরোধীরা এত খুশি হচ্ছে কেন? এখন তাদের চিন্তিত থাকা উচিত𝔉। তারা তদন্তের সম্মুখীন হবেন। কারণ তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন।’
এইচস🐻িএর পক্ষে ভালো একটি খবর হল আদালতের বিচারপতি ন🍸াগেশ্বর রাওকে নিয়োগ করা সঠিক সিদ্ধান্ত। আজহার এই মন্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করেছেন এইচসিএর প্রাক্তন আধিকারিক এন শিবলাল যাদব, আরশাদ আইয়ুব, জি বিনোদ এবং কে জন মনোজকে।
আজহার আরও বলেন, ‘শিবলাল, আরশাদ এবং বিনোদ ꦫসংস্থার বা বোর্ডের সদস্য পদে বসতে পারবেন না। কারণ তাঁদের মেয়াদ কাল শেষ হয়েছে।’ আজাহার কিছু প্রশ্ন তুলে বলেন, ‘এই মানুষগুলো হায়দরাবাদ ক্রিকেটের জন্য আদৌ কি কিছু করেছে? আমি এসিবির মামলায় কি জড়িত? আমি সমিতিতে কি কিছু ভুল করেছি? ভদ্র মানুষদের তৈরি জগাখিচুড়িকে পরিষ্কার করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি।’
শিবলাল হায়দরাবাদে জন্য একটি স্টেডিয়াম তৈরি করেন। যদিও সেই কাজ এখনও সম্প🅺ূর্ণ হয়নি। এটিই ছিল তাঁর একমাত্র করা🐷 কাজ। এমনটাই মনে করেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
আজাহার মনে করেন, ‘এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অনেক কিছুই সংশোধন করতে হয়েছে।’ আজহার তাঁর ব্যক্তিগত সদিচ্ছা ও প্রভাবক🎃ে কাজে লাগিয়ে হায়দরাবাদের কাছে ম্যাচ পরিচালনার সুযোগ এনে দিয়েছেন। বিগত চার মাসের দুটি ম্যাচ পেয়েছে হায়দরাবাদ। প্রাক্তন সভাপতি বলেন, ‘ আমাকে দেখে বোর্ড টাকা দিচ্ছে। আমি যদি বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলি তাহলে এইচসিএ কোনও ম্যাচ পাবে না। এই মানুষগুলো ক্ষমতার বাইরে কিছুই চেনে না। এই ক্ষমতার জন্যই বারবার সমস্যায় পড়তে হয়েছ💞ে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।