২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পরেপাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমির নির্বাচকদের সঙ্গে চ🥂েয়ারম্যান রমিজ রাজাকে অপসারণের বিষয়ে দাবি তুলেছে🐼ন। জিম্বাবোয়ের বিপক্ষে এই হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ১৩১ রানের মাঝারি টার্গেট রেখেছিল জিম্বাবোয়ে। এই সহজ স্কোরের সামনে পাকিস্তান ন🐭ির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রান তুলতে পারে। পাকিস্তানের এই পরাজয়ে হতাশ হয়ে টু🐓ইটারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন মহম্মদ আমির।
মহম্মদ আমির নিজের টুইট বার্তায় লিখেছেন,‘প্রথম দিন൲ থেকেই বলছি যে খারাপ নির্বাচন হয়েছে, এখন এই ব্যর্থতার দায় কে নেবে, এই বিষয়ের দায়িত্ব কার,আমার মনে হয় এখন সেই তথাকথিত চেয়ারম্যান যিনি পিসিবির ভগবান হয়েই রয়েছেন এবং প্র💎ধান নির্বাচককে ডাকার সময় এসেছে।’
আরও পড়ুন… ইতালির সুপার মা𓆏র্কেটে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আর্সেনালের তারকা ফুটবলার পাবলো মারি
মহম্মদ আমির ছাড়াও পাকিস্তানের এ📖ই পরাজয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারও। পাকিস্তানের এই পরাজয়কে অত্যন্ত লজ্জাজনক বলে বর্ণনা করেছেন শোয়েব আখতার।
জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে একের পর এক টুইট করেছেন শোয়েব আখতার। তিনি তার প্রথম টুইটে লিখেছেন যে সবচেয়ে নম্র হওয়া অত্যন্ত লজ্জাজনক। এর পরে,তিনি পরবর্তী টুইটে একটি ভিডিয়োতে বলেছেন,‘এটি খুব বিব্রতকর। মধ্য মানের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে আরও নির্বাচন করুন। আমি খুবই হতাশ হয়েছি। জিম্বাবোয়ের কাছে হেরে যা📖ওয়ার পর আপনি এখন যোগ্যতাই অর্জন করতে পারবেন না।’
আরও পড়ুন… পাকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে 💜জিম্বাবোয়ে, কোন অঙ্কে শেষ চারে উঠবে সিক𒁏ন্দর রাজারা?
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার তৃতীয় টুইটে প্রশ্ন করে লিখেছেন,‘যদি জিম্বাবোয়ে থাকে তবে সবকিছু নিজে নিজেই হয়ে যাবে?,না। নিজে থেকে কিছু হয় না, সবকিছুই নিজেদের করতে হয়। জিম্বাবোয়ের কাছে হেরে গেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার ক্রিকেট তলিয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান... কারোরই বুদ্🍒ধি নেই যে কাকে বেছে নেওয়া উচিৎ আর কাকে নয়। তোমার খেলানো উচিৎ চার বোলারকে কিন্তু আপনি খেলাচ্ছেন মাত্র তিনজন বোলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।