পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এখনও পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ দুই অঙ্ক করতে পারেননি। ২৮বছর বয়সী এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এবং মাত্র আট রান করতে পেরেছেন। নেদারল্যান্ড♏সের বিরুদ্ধে বাবরের খারাপ ব্যাটিংয়🌱ের পরে,রবিবার (৩০ অক্টোবর) পাকিস্তান অধিনায়কের জন্য একটি পোস্ট শেয়ার করেছেন ভারতের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র। তবে এই টুইটটি শাহিদ আফ্রিদির ভালো লাগেনি এবং পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার অমিত মিশ্রের প্রতি তীব্র সমালোচনা করেছেন।
রবিবার পার্থ স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ পাকিস্তান তাদের প্রথম জয় নিবন্ধন করেছে। এই ম্যাচে অধিনায়ক বাবর আজম আবারও ব্যর্থ হয়েছেন এবং পাঁচ বলে ৪ রান করে আউট হয়ে যান। ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা তিন ম্যাচেꦐ একবারও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
আরও পড়ুন… T20 WC 2022: ওর কোনও খুঁত নেই- ভারত হারলেও সূর্যতে মুগ্ধ প্রাক্তন কিউয়ি൲ অধিনায়ক
ভারতের বিরুদ্ধে তিনি খাতা না খুলেই প্যাꦬভিলিয়নে ফিরে যান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি মাত্র চার রান করে আউট হন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান আউট হওয়ার পর, ভারতের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র বাবরকে সমর্থন করে এ🐭কটি টুইট করেছিলেন, যিনি খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। তবে অমিত মিশ্রের এই সান্ত্বনাকে অনেকেই ছদ্ম হিসাবে মনে করছেন। তাই অমিত মিশ্রের টুইটের পরে প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি কড়া জবাব দিয়েছেন। আফ্রিদির জবাবের সমালোচনা করেছেন অনেকেই।
ভারতের প্র꧅াক্তন স্পিনার অমিত মিশ্র টুইট করেছেন এবং লিখেছেন,‘এই সময়ও কেটে যাবে,শক্ত (স্ট্রং) থাকুন।’ অমিত মিশ্রের এই টুইটটি একই রকম, যখন বাবর আজম কোহলিকে সমর্থন করেছিলেন,যিনি খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন। সেই সময়ে কোহলিকে টুইট করেছিলেন বাবর আজম।এরপর সামা টিভিতে আফ্রিদি বলেন,‘এই যে আপনি যে ক্রিকেটারের নাম নিচ্ছেন, অমিত মিশ্র, তিনিও কি ভারতের হয়ে খেলেছিলেন! তিনি কি স্পিনার নাকি ব্যাটসম্যান?’ এক কথায় অমিত মিশ্রকে অপমান করেন শাহিদ আফ্রিদি।
আরও পড়ুন… ICC T20 World Cup 2022: কোহলির হোটেল রুমের ভ🧸িডিয়ো ফাঁস- দেখে রেগে আগুন বিরাট
বাবর আজম ১৫জুলাই বিরাট কোহলির সমর্থনে টুইট করেছিলেন,যিনি খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন। পাকিস্তান অধিনায়ক তখন বিরাট কোহলির সঙ্গে তাঁর ছবি শেয়ার করে লিখেছেন যে এই সময়টাও কেটে যাবে,শক্ত থাকুন। এর আগে এশিয়া কাপেও পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাট শান্ত ছিল। এশিয়া কাপে ৬ ম্য🔯াচে মাত্র ৬৮ রান করেছিলেন বাবর আজম। এশিয়া কাপে তিনি ১০, ৯, ১৪, ০, ৩০ ও ৫ রান করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।