রবিবার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-টুয়েলভ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে ভারত। পার্থে ভারতীয় দল এক সময়🍰ে ৪৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বඣসেছিল। এর পর সূর্যকুমার যাদব (৬৮) একা দায়িত্ব নিয়ে প্রোটিয়া বোলারদের মোকাবিলা করেন এবং দলকে ১৩৩/৯-এর সম্মানজনক স্কোরে নিয়ে যান।
সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪০ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্য ৬৮ রান করেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের প💃্রধান কোচ স্টিফেন ফ্লেমিং সূর্যের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। ইএসপিএন ক্রিকইনফো-তে তিনি বলেছেন যে, সূর্যকুমার 🦋যাদবের টি-টোয়েন্টির পারফরম্যান্স এমন পর্যায়ে রয়েছে, যেখানে তাঁর খেলায় ত্রুটি খুঁজে পাওয়া কঠিন।
আরও পড়ুন:😼 কোহলির হোটেল রুমের ভিডিয়ো ফাঁস- দেখে রেগে আগু🀅ন বিরাট
ফ্লেমিং বলেছেন, ‘সূর্যকুমার যাদবের খুব ইতিবাচক মানসিকতা রয়েছে। ও এখন হাত খুলে খেলছে এবং আক্রমণাত্মক মেজাজে রয়েছে। এবং যে কোনও শট, যে কোনও জায়গ꧒া দিয়ে ও খেলে দিচ্ছে। সূর্য মন একটি কৌশল তৈরি করেছে যা বোলারদের জন্য সঠিক লেন্থ খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। কারণ বোলাররা যদি একটি পূর্ণ দৈর্ঘ্যের বল করে, তবে শটটি কভারের𓄧 উপর দিয়ে যাবে এবং আবার যদি শর্ট বল করে, তবে বলটি কভারের উপর দিয়ে চলে যাবে। থার্ড ম্যান বা পয়েন্ট। ও সোজা শট খেলে। শর্ট বলটা ভালোই মারে। তাই ও এমন একটি কৌশল উদ্ভাবন করেছে যে ওর দুর্বলতার জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন।’
আরও পড়ুন: বাংলꦅাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমি🌸তে যাওয়া হবে তো রোহিতদের?
এখানেই থামেননি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি বলেছিলেন যে, সূর্যকুমার যাদবের গুণ হল, তিনি জানেন কখন ঝুঁকি নিতে হবে। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘সুর্যকুমার যাদব এমনই স্টাইলে খেলে যে, একজন বোলার হিসা🥃বে আপনি বুঝতেই পারবেন না, কোন জায়গায় ফাঁর খুঁজে ওর উপর আধিপত্য বিস্তার করা যায়। ও বিভিন্ন ধরনের শট খেলে। সব এলাক𝕴ায় রান স্কোর করে।’
ডু'প্লেসিস আরও বলেন, ‘ও দুরন্ত কম্পোজার। ওর এত শট আছে, কিন্তু আমি ওকে তাড়াহুড়ো করতে দেখিনি। ওর মধ্যে একটা প্রশান্তি আছে, যার সাহায্যে ও অনেক রান করছে। ও জানে কখন রানের গতি বাড়াতে হবে। সেই অনুযায়ী ও এগিয়ে যায় এবং সব সময়ে ঠাণ্ডা মাথায় খেলে। ও একজন দুর্দান্ত টি-টোয়েন্টি প্লেয়ার। তরুণরা ওর কাছ থে༺কে শিখতে পারে, কী ভাবে খেলার বিভিন্ন পর্যায়ে নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।