বরাতজোরে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। যদিও সব ক্ষেত্রে তারা বাকিদের থেকে পিছিয়ে রয়েছে, এমনটা ন🍰য় মোটেও। বরং বিশেষ কয়েকটি দিক দিয়ে অন্য দলগুলিকে টেক্কা দিয়েছেন বাবর আজমরা। কৃপণ বোলিং 𓃲তার মধ্য অন্যতম, যেখানে বাকি দলগুলি কার্যত পাত্তাই পাবে না পাকিস্তানের কাছে।
বোলিং বরাবর পাকিস্তানের প্রধান শক্তি। এবারের টি-২০ বিশ্বকাপেও তার অন্যথা হয়নি। বাবরদের 🦂ব্যাটিং আহামরি কিছু হয়নি। ত🐬বে বোলারদের পারফর্ম্যান্সে ভর করেই পাকিস্তান শেষ চারে জায়গা করে নেয়।
꧙ এখনও পর্যন্ত চলতি টি-২০ বিশ💧্বকাপে সব থেকে কৃপণ বোলিং করেছেন পাকিস্তানের বোলাররাই। পাকিস্তান সেমিফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে ওভার পিছু মাত্র ৬.৩৪ রান খরচ করেছে। এই নিরিখে তাদের ঠিক পিছনেই রয়েছে নমিবিয়া। প্রথম রাউন্ডে অংশ নেওয়া নমিবিয়া এবারের বিশ্বকাপে ওভার প্রতি ৬.৪২ রান খরচ করেছে।
১৬ দলের মধ্যে ভারত তালিকার সাত নম্বরে অবস্থান করছে। টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে ওভার প্রতি ৭.০৯ রান খরচ করেছে। বাংলাদেশ ও আয়োজক অস্ট্রেলিয়া রয়েছে তালিকার একেবারে শেষের সারিতে। বাংলাদেশ ওভার প্রতি ৭.৯০ ও অস্ট্রেলিয়া ওভার প্রতি ৮.২৩ রান খরচ করে♊ছে। ইকনমি রেটের নিরিখে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া রয়েছে যথাক্রমে তালিকার ১৪ ও ১৫ নম্বরে। একেবারে শেষে ১৬ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। তারা ওভার পিছু সব থেকে বেশি ৮.৩০ রান উপহার দিয়েছে প্রতিপক্ষকে।
আরও পড়ুন:- জন্মভূমি দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেই খেলা ছাড়লেন 🐠꧂নেদারল্যান্ডস তারকা মাইবার্গ
এবারের টি-২০ বিশ্বকাপে ওভার প্রতি কারা কত রান খরচ করেছে:-১. পাকিস্তান: ৬.৩৪২. নমিবিয়া: ৬.৪২৩. আমিরশাহি: ৬.৫৮৪. নেদারল্যান্ডস: ৬.৮৪৫. নিউজিল্যান্ড: ৬.৯৮৬. ইংল্যান্ড: ৭.০৬৭. ভারত: ৭.০৯৮. শ্রীলঙ্কা: ৭.১৮৯. জিম্বাবোয়ে: ৭.২২১০. দক্ষিণ আফ্রিকা: ৭.৩৫১১. আফগানিস্তান: ৭.৫১১২. স্কটল্যান্ড: ৭.৫৫১৩. ওয়েস্ট ইন্ডিজ: ৭.৫৭১৪. বাংলাদেশ: ৭.৯০১৫. অস্ট্রেলিয়া: ৮.২৩১৬. আয়ারল্যান্ড: ৮.৩০
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।