নিজেদের তুরুপের তাসকে মাঠের বাইরে রেখেই টি২০ বিশ্বকাপে নামতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যখন মাঠে নামবে, তখন উপস্থিত থাকবেন না জসপ্রীত 𓃲বুমরাহ। পিঠের চোটের জেরে তিনি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ শামি। তবে বুমরাহর অভাব যে ভারত অনুভব করবে, সেটা অকপটে স্বীকার করে নেন রোহিত শর্মা।
🅷তাঁকে প্রশ্ন করা হয় যে বুমরাহর অভাবে কি ভারতীয় ব্যাটারদের আরো ভালো করে খেলতে হবে। এর কোনও সরাসরি উত্তর দেননি রোহিত শর্মা। তবে তিনি বলেন যে বুমরাহকে নিয়ে শেষ অবধি তাঁরা চেষ্টা করেছিলেন। বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে শলা-পরামর্শ করা হয়েছিল। তাঁদের কথা মতোই বুমরাহর কেরিয়ারের কথা ভেবেই তাঁকে এই বিশ্বকাপে নামানো হল না। রোহিতের যুক্তি যে বুমরাহ এখ♕ন ২৭-২৮ বছর। অনেক দিন খেলতে হবে। বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট নয়, এর পরেও অনেক লড়াই বাকি ও সেখানে বড় ভূমিকা নেবেন ভারতের সেরা ফাস্ট বোলার।
উল্লেখ্য চোট সারিয়ে ইংল্যান্ড সফরে খেলেন বুমরাহ। তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ খেলার পরেই ছিটকে যান তিনি। তবে প্রাথমিক ভাবে চোটের মাত্রা বোঝা যায় নি। ভাবা হচ্ছিল হয়তো তাঁকে চোটমুক্ত রাখার জন্যই দল খেলাচ্ছে না। তারপর আবার সূত্রের মাধ্যমে খবর এল চোট বেশ বড়। ছয় মাসের বেশি সময় হয়তো ক্রিকেট খেলতে পারবেন না বুমরাহ। কিন্তু পরে ফের খবর এল যে বুমরাহর ব্যাক স্ট্রেন হয়েছে। হয়তো তিনি খেললেও খেলতে পারেন বিশ্বকাপে। যদিও শেষ অবধি নির্বাচকরা ঝুঁকি নেন নি। বিশ্বকাপ থেকে ছিটকে যান মুম্বই ইন্ডিয়ান্স তারকা। তবে নেপথ্যে ঠিক কী হচ্ছিল, এদিন প্রথমবার আনুষ্ঠানিকভাবে সেই সংক্রান্ত তথ্য পাওয়া গেল রোহিত শর্মার থেকে। আপ্রাণ চেষ্টা করা হয়েছিল বুমরাহকে ফিট করার, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
তবে রোহিতের কথায় যারা নেই তাদের কথা না ভেবে যারা আছে তাদের কথা ভাবা উচিত। প্রথম একাদশে কে কে থাকবে সেটা যে কার্যত ঠিক হয়ে গিয়েছে এদিন সেই ইঙ্গিতও দেন তিনি। রোহিত বলেন শেষ মুহূর্তে পরিবর্তন করতে তিনি পছন্দ করেন না। কার কী ভূমিকা সেটা তাদের ইতিমধ্যেই বলা হয়ে গিয়েছে যাতে তাঁরা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারে। বুমরাহর পরিবর্তে আসা শামি আগামিকাল ব্রিসবেসে দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন বলেও জানান ভারতীয় অধিনায়ক♍। ভারতের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ মেলবোর্নে, ২৩ অক্টোবরে। ইতিমধ্যেই সেই ম্যাচের যাবতীয় টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।