২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা ম্যাচটি উভয় দেশের ক্রিকেটারদের সঙ্গে কোটি কোটি দর্শকের মনে তাজা। এই ম্যাচে পাকিস্তানের ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয﷽়ে টিম ইন্ডিয়ার দুই ওপেনারই সস্তায় আউট হয়ে যান।ভারতের অধিনায়ক রোহিত শর্মা যখন চার রান ও কেএল রাহুল চার রান করে প্যাভিলিয়নে ফেরেন, তখন তিন নম্বরে ব্যাট করতে আসা বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে জয়ের দায়িত্ব নেন। কোহলি ক্ষিপ্ত ব্যাটিং করে ৫৩ বলে ৬ চার ও চারটি ছক্কা মেরে টিম ইন্ডিয়াকে জয় এনে দেন। ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া। তবে এই ম্যাচের ভারতের ইনিংসের ১৯তম ওভারে হারিস রউফের শেষ দুই বলে দুটি ছক্কা মারেন কোহলি। এবার সেই ম্যাচের কথা মনে করেই বড়সড় বক্তব্য দিলেন পাকিস্তানের এই বোলার।
আরও পড়ুন… ౠবৃষ্টির জন্য ভালো ফর্ম নষ্ট, হতাশ ‘প্লেয়াꦰর অফ দ্য সিরিজ’ টম লাথাম
পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রউফ বলেছেন, ‘কোহলি বিশ্বকাপে যেভাবে খেলেছে, সেটা তার ক্লাস। আমরা সবাই জানি সে কি ধরনের শট খেলেন। সে যেভাবে ছক্কা মারছে, আমার মনে হয় না অন্য কোনও খেলোয়াড় সেই শট মারতে পারবে।’রউফ আরও বলেছেন, ‘দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়া যদি সেই ছক্কা মারতেন,আমি দুঃখিত হতাম,কিন্তু এটি কোহলিℱর ব্যাট থেকে এসেছিল। এটা সম্পূর্ণ আলাদা ক্লাস।’ রউফ দেখিয়েছিলেন যে কীভাবে তার কৌশলটি সেই ডেলিভারিতে বোলিংয়ে আরও ভালো ছিল,কিন্তু কোহলির শটটি একটি ক্লাস অ্যাক▨্ট ছিল কারণ তাঁর কাছে এটির কোনও উত্তর ছিল না।
আরও পড়ুন… টেস্ট ম্যাচে🤡ꦜ মন দিতে হবে- ধাওয়ানদের হারিয়ে উইলিয়ামসনের লক্ষ্য এবার পাকিস্তান
হ্যারিস রউফ বলেন, ‘দেখুন,শেষ ১২ বলে ভারতের দরকাꦛর ছিল ৩১ রান। চার বলে মাত্র তিন রান দিয়েছিলাম। আমি জানতাম নওয়াজ শেষ ওভার বল করছেন, তিনি একজন স্পিনার এবং আমি তার জন্য অন্তত চারটি বড় বাউন্ডারি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যেহেতু আট বলে ২৮ রানের প্রয়োজন ছিল, আমি তিনটি স্লো ডেলিভারি করেছিলাম এবং সে বোল্ড হয়ে গিয়েছিল। আমি চারটির মধ্যে মাত্র একটি দ্রুত বল করেছไি।’ তিনি আরও বলেন,‘আমার ধারণা ছিল না যে সে আমাকে সেই দৈর্ঘ্যের শট মারতে পারবে। তাই যখন তিনি সেই শটটি মারেন,তখন এটি ক্লাস ছিল। আমার প্ল্যানিং এবং এক্সিকিউশন ঠিক ছিল,কিন্তু সেই শটটা অন্য ক্লাসের ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।