২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ এর ২৪ তম ম্যাচটি পাকিস্তানের সঙ্গে জিম্বাবোয়ের মধ্যে খেলা হচ্ছে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিল জিম্বাবোয়ে দল। এই ম্যাচে নামার আগে সুপার-১২ এর প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে শেষ বলে হেরে যায় পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ𒁃ে জিম্বাবোয়ে পরাজয𝄹়ের দ্বারপ্রান্তে থাকলেও বৃষ্টির কারণে পরাজয়ের থেকে রক্ষা পেয়েছিল। তবে এবার জয়ের খাতা খুলতে পার্থ স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াই-এ নেমেছে পাকিস্তান।
দুর্বল ফিল্ডিংয়ের কার♓ণে পাকিস্তানের খেলোয়াড়রা প্রায়ই ট্রোলড হন, কিন্তু পাকিস্তান ও জিম্বাবোয়ের মধ্যে পার্থে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে পাকিস্তানি অধিনায়𒀰ক বাবর আজম তাঁর ফিল্ডিংয়ের জোরে দর্শকদের মন জিতেছেন। এই ম্যাচে বাবর আজম এক হাতে স্লিপে খুব কঠিন একটি ক্যাচ নেন,যার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছেন বাবর আজম।
আরও পড়ুন… ꦏমুম্বইয়ের সঙ্গে অজি পিচগুলির মিল আছে, তাতে লাভ হয়েছে, জানালেন ম্ꦦযাচের সেরা সূর্যকুমার
পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে তাদের ফিল্ডাররা দলকে হতাশ করেছেন। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে সেই সব সমালোচকদের জবাব দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ক্রিজে আসেন জিম্বাবোয়ের উইকেটরক্ষক রেগিস চাকাবওয়া। শাবাদ খানের বল তাঁর ব্যাটের বাইরের প্রান্ত লেগে স্লিপের দিকে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর কাছ থেকে বল অনেকটাই দূরে ছিল। কিন্তু বাবর ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে ফেলেন। শুধু বলটি ধরেন না, সেটি ক্যাচ নিয়ে ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান। বাবরের এই ক্যাচ দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। অনেকে এই ক্যাচকে টুর্নামেন্টের অন্যতম সেরা ক🔥্যাচ বলছেন।
আরও পড়ুন… T20 বিশ্বকাপের মধ্যেই কাতার ফুট🦄বল বিশ্বকাপ দেখার পরিকল্পনা করে ফেললেন সཧৌরভ
এই ম্যাচে জিম্বাবোয়ের শুরুটা ভালো করলেও পাকিস্তানের বোলাররা শক্তিশালী প্রত্যাবর্তন করে। ৯৫ রানে মাত্র ৩ উইকেট হারিয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু একই স্কোরে সপ্তম উইকেট হারায় দলটি। ১৪তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নেন শাবাদ খান। ১৫তম ওভারে মহম্মদ ওয়াসিম জুনিয়র পরপর দুই বলে দুটি নিয়ে জিম্বাবোয়েকে ধাক্কা দেন। এতে বিপজ্জনক সিকান্দার রাজার উইকেটও ছিল। তবে এই দুই বোলারের কেউই হ্যাটট্রিক নিতে পারেনন༺ি।
ম্যাচ জিততে পাকিস্তানের সামনে ১৩১রানের টার্গেট দাঁড়ায়। জিম্বাবোয়ে ৮ উইকেটে ১৩০ রান করে। সর্বোচ্চ ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। প্রথম উইকেটে ৪২ রানের জুটি গড়েন ওপেনার মাধভেরে ও আরউইন। লোয়ার অর্ডারে ১৯ রান করেন ব্র্যাড ইভান্স। পাকিস্তানের হয়ে মহম্মদ ওয়াসিম জুনিয়র নেন ৪ উইকেট 𒅌এবং শাদাব খান নিয়েছেন ৩টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।