২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে বুধবার একটি বড় বিপর্যয় ঘটে গেল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের মধ্যে বৃষ্টি-বিধ্বস্ত ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিল আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ করা যায়নি এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে আয়ারল্যান্ড ম্যাচটি জিতে যায়। এই ম্যাচ🧸ে ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ১৫৮ রানের লক্ষ্যဣ দেয় আয়ারল্যান্ড। জবাবে বৃষ্টি না হওয়া পর্যন্ত ইংল্যান্ড দল ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করতে পারে। এই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ফ্লপ প্রমাণিত হয়েছিল। আয়ারল্যান্ডের জশুয়া লিটল ওপেনার জোস বাটলার ও অ্যালেক্স হেলসকে সস্তায় প্যাভিলিয়নে পাঠান। বাটলার শূন্য ও অ্যালেক্স হেলস ৭ রান করে আউট হন।
এরপর মাত্র ৬ রানে বেন স্টোকসকে ক্লিন আউট করেন ফিওন হ্যান্ড। ২১ বলে ১৮ রান করে জর্জ ডকরেলের শিকার হন হ্যারি ব্রুক। ৩৭ বলে ৩৫ রান করে আউট হন ড🉐েভিড মালান। ম্যাকার্থির বলে তাঁর ক্যাচ নেন ফিওন হ্যান্ড। মঈন আলি ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। দুই বলে এক রানে অপরাজ💙িত থাকেন লিয়াম লিভিংস্টোন।
আরও পড়ুন… ব্যাট করতে নামার আগে 𒈔কার্তিকের উপর চটেছিলেন অশ্বিন! শেষ বলের আগে ঠিক কী ঘটেছিল?
এদিনের ম্যাচে হেরে ইংল্যান্ড দলের অধিনায় জোস বাটলার বলেন, ‘আমার মনে হয় প্রথম ১০ ওভারে আমরা অনেক কম রান করেছিলাম এবং তাদের এগিয়ে যেতে দিয়েছিলাম। আমরা যথেষ্ট ধারাব🔯াহিক ছিলাম না। আমরা তাদের উইকেটের দুই পাশে স্কোর করতে দিয়েছিলাম। দ্বিতীয় দশ ওভারে আমরা অনেক ভালো ছিলাম। আমরা তাদের প্রথম দশের তুলনায় পরের দশে আরও ২০-৩০ বেশি দিয়েছিলাম ঠিকই কিন্তু তাদের আটকে ধরেছিলাম। আমার নিজে প্রথম ওভারে🐟 আউট হয়ে যাওয়াটা কোনও ভাবেই দলকে সাহায্য করেনি। আমরা কখনই উদ্যোগ নিতে পারিনি। বৃষ্টি চাপটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। সেটা থেকে আমাদের বেরিয়ে আসাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আয়ারল্যান্ড এদিন দুর্দান্ত ছিল, তারা আমাদের ছাপিয়ে গিয়েছিল। আমরা এখানে ভুল করে ফেলেছি এবং সেই কারণে কঠিন গ্রুপে আমাদের অবস্থা আরও কঠিন হয়ে উঠবে।’
আরও পড়ুন… হার্দিক ফিট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে দেওয়া হবে না 🅰বিশ্꧑রাম- ভারতের বোলিং কোচ পরশ মামরে
ম্যাচে আয়ারল্যান্ডের ইনিংসের হারের কথা বললে, 🍸এই ম্যাচটি দ্রুত শুরু করলেও তৃতীয় ওভারের প্রথম বলেই প্রথম ধাক্কা খায় তারা। দলের তারকা ব্যাটসম্যান পল স্টার্লিং ১৪ রান করে মার্ক উডের বলে স্যাম কুরানের হাতে ধরা পড়েন। এরপর অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সমর্থন করতে ক্রিজে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লকরেন টাকার। দুজনেই আয়ারল্যান্ডের দায়িত্ব নেন এবং দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন। কিন্তু তারপর ১২তম ওভারের শেষ বলে, ইরিন আরেকটি ধাক্কা পান এবং লোরকান টাকার ২৭ বলে ৩৪ রান করে রানআউট হন।
তার পরে ক্রিজে আসেন হ্যারি ট্যাক্টর। কিন্তু টাক্টর বেশি কিছু করতে পারেননি এবংཧ শূন্য রানে আউট হন। এরপর ব্যাট করতে আসেন কার্টিস কেম্পফার। তাঁর সঙ্গে জুটি এগিয়ে নিয়ে যান বলবির্নি। কিন্তু এরপর তিনি বেশিক্ষণ থাকতে পারেননি এবং আউট তাঁকে করেন লিভিংস্টোন। বলবির্নি ৪৭ বলে ৬২ রানের ইনিংসে মারেন পাঁচটি চার ও দুটি ছক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।