জিম্বাবোয়ের বিরুদ্ধে পরাজয় পাকিস্তান ক্রিকেট দলকে ভেঙে দিয়েছে। সেই ছবিটা ম্যাচের পরে পাকিস্তানি খেলোয়াড়দের মুখে দেখতে পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার ICC T20 বিশ্বকাপ 2022-এ জি🐲ম্বাবোয়ের বিপক্ষে এক রানের পরাজয় সেমিফাইনাল রেস থেকে পাকিস্তানকে ছিটকে দিতে পারে। ভারতের বিরুদ্ধে ক্লোজ ম্যাচে পাকিস্তান প্রথমে চার উইকেটে হেরে যায় এবং তারপরে জিম্বাবোয়ে পাকিস্তানকে এক রানে হারায়। এই হারের পর পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খানের একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
এই ভিডিয়োতে শাদাব খানকে ড্রেসিংরুমের কাছে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা যায়। পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য এই ভিডিয়োটি বেশ হৃদয়বি♈দারক। শাদাব খান এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল🌌েন এবং চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন।
হাতে ফ্র্যাকচার হয়ে যাবে তো! কোহলিকে দেখেই গিলক্রিস্টের উৎসাহী হ্যান্ডশেক 🐲দেখে ফুট কাটল নেটিজেনরা
তবে ব্যাট হাতে সেভাবে সফল হতে না পারলেও ১৪ বলে ১৭ রান করে আউট হন শাদাব খান। ꧋পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানে জিম্বাবোয়েকে সীমাবদ্ধ করে। কিন্তু জবাবে পাকিস্তানি দল ২০ ওভারে আট উইকেটে ১২৯ রান করে।জিম্বাবোয়ের বিপক্ষে দারুণ বোলিং করেছিল পাকিস্তান দল।জিম্বাবোয়ে ২০ওভারে আট উইকেটে ১৩০রান করে ছিল। জবাবে𒅌 পাকিস্তানের দল ২০ওভারে আট উইকেটে ১২৯রান করতে পারে। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য ১১রান দরকার ছিল, কিন্তু এই ওভারে দলটি মাত্র ৯রান করতে পারে এবং এইভাবে ম্যাচটি হেরে যায়। শেষ বলে শাহিন শাহ আফ্রিদি দুই রান নিতে গিয়ে রান আউট হন এবং এক রানে ম্যাচ জিতে যায় জিম্বাবোয়ে।
আরও পড়ুন… ভারত তেমন ভালো দল নয়, সেমিফাইনালেই হারবে, হতাশা ভুলতে রোহিতদের টার্গেট শোয়েব𒆙ের
জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে একের পর এক টুইট করেছেন শোয়েব আখতার। তিনি তার প্রথম টুইটে লিখেছেন যে সবচেয়ে নম্র হওয়া অত্যন্ত লজ্জাজনক। এর পরেඣ,ত꧟িনি পরবর্তী টুইটে একটি ভিডিয়োতে বলেছেন,‘এটি খুব বিব্রতকর। মধ্য মানের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে আরও নির্বাচন করুন। আমি খুবই হতাশ হয়েছি।জিম্বাবোয়ের কাছে হেরে যাওয়ার পর আপনি এখন যোগ্যতাই অর্জন করতে পারবেন না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।