প্রথম দু'ম্যাচে হেরে নেদারল্যান্ডস আগেই চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছিল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এ-গ্রুপের শেষ ম্যাচটা তাদের কাছে ছিল সম্মানরক্ষার। য𓂃দিও হৃত সম্মান পুনরুদ্ধারের বদলে ডাচরা ডুব দেয় একরাশ লজ্জায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায় নেদারল্যান্ডস। টি-২♛০ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় নিম্ন♛তম দলগত ইনিংস।
সবথেকে কম রানের ইনিংসের লজ্জাজনক রেকর্ড রয়েছে কাদের নামে, সেটি জানলেও ক্রিকেটপ্রেমীরা অবাক হবেন নিশ্চিত। এখনও পর্যন্ত ছেলেদের টি-২০ বিশ্বকাপে সবথেকে কম ৩৯ রা🐠নে অল-আউট হয়েছে নেদারল্যান্ডসই। আরও অবাক করার বিষয় হল, ২০১৪ বিশ্বকাপের চট্টগ্রামের সেই ম্যাচে ডাচদের প্ཧরতিপক্ষ ছিল শ্রীলঙ্কাই।
সুতরাং, ফের একবার বিশ্বকাপে নেদারল্যান্ডসকে লজ্জায় ফেলল শ্রীলঙ্কা। এই নিয়ে মোট দু'বার তা♊রা ৫০-এর কমে গুটিয়ে দেয় ডাচদের ইনিংস।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ সালে নেদারল্যান্ডস অল-আউট হয় ১০.৩ ওভারে। এবার তারা গুটিয়ে যায় ১০ ওভারে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমে ব্যাট করে এটিই💝 সবথেকে কম বলের ইনিংস।
আরও চমকপ্রদ বিষয় হল, নেদারল্যান্ড📖সের ৫ জন ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন, যা ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। এর আগে কখনও কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একই ইনিংসে ৫ জন ব্যাটসম্যান এলবিডব্লিউ হননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।