রবিবার (৩০ অক্টোবরꦿ) ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তাতে ৫ উইকেটে হেরে যায় ভারত। সেই ম্যাচে যখন দক্ষিণ আফ্রিকার ইনিংস চলছে, তখন দীনেশ কার্তিক উইকেটকিপিং করার সময়ে পিঠের ব্যথায় মাঠ ছাড়তে দেখা যায় দীনেশ কার্তিককে। এবং তখব ঋষভ পন্ত তাঁর জায়গায় কিপিং করেন।
ভারতকে পরবর্তী ম্যাচ খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে ২ নভেম্বর অ্যাডিলেডে। সেই ম্যাচে দীনেশ কার্তিকের খেলা খুবই কঠিন হতে চলেছে বলে 📖মনে করা হচ্ছে। ভুবনেশ্✨বর কুমারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর দীনেশ কার্তিকের চোট নিয়ে আপডেট দিয়েছেন।
ম্যাচ-পরবর্তী সংবাদিকসম্মেলনে ভুবি বলেছেন, ‘ওর (দীনেশ কার্তিক) পিঠে কিছু সমস্যা হয়েছে। তবে ম্যাচের পরে আমি ওর সঙ্গে দেখা কর🔜িনি। আমরা হোটেলে ফিরলে ওর সঙ্গে কথা বলা হবে। তার পর ফিজিয়োর রিপোর্টের জন্য অপেক্ষা করা হবে।’ যদিও দীনেꦺশ কার্তিকের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে এখনও কোনও আপডেট নেই।
আরও পড়ুন: রাহুল, অশ্বিন💙ের বদল🍬ে পন্ত, যুজিকে একাদশে খেলানোর দাবি তুললেন ভাজ্জি
অন্য দিকে মনে করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ঋষভ পন্ত প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে চলেছেন। বর্তমানে টিম ইন্ডিয়াতে মাত্র দু'জন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন- এক জন পন্ত এবং অন্য জন অক্ষর প্যাটেল। এমন পরিস্থিতিতে পন্তের আগমনে দল আরও ভালো ভারসাম্য পেতে পারে। অন্য দিকে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি দীনেশ কার্তিক। তার উপর আবার চোটের গেড়ো। চোটের কারণে তিনি সম্ভবত ছিটকে যেতে পারেন। আর চোট সারিয়ে উঠলেও, তাঁর দলের বা🐽ইরে থাকা নিশ্চিত মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমিতে যাওয়া হবে তো রোহিতদে🔯র?
কার্তিকের প্রত্যাবর্তেনর গল্পটা ছিল ফিন🐓িক্স পাখির মত। কেউ ভাবতে পারেননি ৩৭ বছর বয়সে জাতীয় দলে আবার কামব্যাক করতে পারেন কার্তিক। সকলকে চমকে দিয়েছিলেন ডিকে। ভারতের বিশ্বকাপ দলেও সুযোগ করে নিয়েছিলেন দীনেশ কার্তিক। তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত দলে থাকলেও, কার্তিকের ফিনিশিং দক্ষতা আর অভিজ্ঞতার উপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কার্তিক। বরং গতকাল দক্ষিণ আ๊ফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে পিঠে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। ভারতের বোলিং ইনিংসের সময় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছেন ঋষভ পন্ত। যাকে কার্তিকের কারণেই একাদশের বাইরে রাখা হয়েছে। এ বার বোধহয় ভাগ্যের চারা ঘুরতে চলেছেন ঋষভ পন্তের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।