২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেল🃏 ইংল্যান্ড টিম। মূলত বৃষ্টির কারণে বড় ক্ষতি হল ব্রিটিশ টিমের। ডাকওয়ার্থ-লুইস নিয়মে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারতে হয়েছে ইংল্যান্ড দলকে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবারের ম্যাচে ব্যাঘাত ঘ🌠টায় বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে সব হিসেব বদলে যায়। যার জেরে আয়ারল্যান্ড রোমাঞ্🎃চকর জয় ছিনিয়ে নেয়। যখন খেলা বন্ধ হয় তখন ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রান পিছনে ছিল ইংল্যান্ড। মোদ্দা কথা বৃষ্টিই হারিয়ে দেয় ব্রিটিশদের। একেই সম্ভবত বলে কারও পৌষমাস, তো কারও সর্বনাশ।
আরও পড়ুন: আয়ারল্যান্ড-ইংল্যান্ড♔ ম্যাচের দশা হবে না তো? আবহাওয়াকেই যত ভয় রোহিতদের
পুরুষদের টি-টোয়েন্টিতে ইউরোপীয় দলের বিরুদ্ধে ইংল্যান্ডের জয় এখনও অধরা। এই বছর বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হারতে 🐽হল ইংল্যান্ডকে। এর আগে ২০০৯ এবং ২০১৪ সালে নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছিল। স্বভাবতই ইউরোপীয় টিমের কাছে জয় 𝔍অধরা।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১০০ রানের কাছাকাছি পৌঁছে যায়। ১▨ উইকেটে তারা ৯২ রান করে ফেলেছিল। কিন্তু সেখান থেকে ১৯.২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ৬২ রান। ইংল্যান্ডের মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট পান। আর স্যাম কারান পান ২ উইকেট।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে স্বপ্নে🉐র ইনিংসে ICC T20I Rankings-এ বড় লাফ কোহলির,পতন সূর্যের
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করতে পারেনি। এমন কী দলটি ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করেছিল এবং ম্যাচটি তারা জেতার মতো জায়গায় ছিল। কিন্তু এর পরে বৃষ্টি সব অঙ্ক পাল্টে দেয়। বৃষ্টির জন্য ম্যাচ আর﷽ শুরু করা যায়নি।
বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস নিয়মে ইংল্যান্ড দল পিছিয়ে ছিল ৫ রানে। এই কারণেই জয় পেয়ে যায় আয়ারল্যান্ড। ইংল্যান্ড এখন গ্রুপ ওয়ানের পয়ে🔯ন্ট টেবলের তিন নম্বরে রয়েছে, যেখানে আয়ারল্যান্ডের জন্য এই জয়টি স্বস্তির ছিল। ইংল্যান্ডের হয়ে ডেভিড মালান করেন ৩৫ রান, মইন আলি ১২ বলে অপ🌄রাজিত ২৪ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।