ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের মেয়েদের। তবে তার আগেꦐই বড় ধাক্কা খেল পাক ক্রিকেট। পাকিস্তান মহিলা দলের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এইꦯ তিন জনই ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে দলে ছিলেন। তিন সদস্যের করোনা ধরা পড়ায় পুরো টিমকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। ২ নভেম্বর পর্যন্ত সকলকে আইসোলেশনে থাকতে হবে। এবং একদিন অন্তর একদিন সকলকে করোনার পরীক্ষা করাতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্যাচ ৮ নভেম্বর। তার পরের ম্যাচগুলো যথাক্রমে ১১ এবং ১৪ নভেম্বর। তার আগে অবশ্য পাকিস্তানের বাকি মেয়েদের আইসোলেশন পর্ব শেষ হয়ে যাবে। তাই পাকিস্তানের খেলতে কোনও সমস্যা থাকবে না বলেই মনে করা ⛦হচ্ছে।
জিম্বাবোয়েতে একদিনের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। তার আগে প্রস্তুতি হিসেবে পাকিস্তান সফরে যাচ্⛄ছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে খেলতে পাকিস্তান থেকে সরাসরি জিম্বাবোয়ে উড়ে যাবে তারা। ২১ নভেম্বর থেকে কোয়ালিফাইং রাউন্ডের খেলা শুরু হবে।
এই বছরের শুরুর দিকে পাকিস্তানের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিনটি টি -টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলেছিলেন। এ বার পাকিস্তানে এসে নিজেদের দাপট ﷽দেখাতে মরিয়া ক্যারিবিয়ান মেয়েরা। আসলে কোয়ালিফায়ার রাউন্ড খেলার আগে পাকিস্তান সফরে এসে নিজেদেꦫর ঝালিয়ে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।