চেতন শর্মার নেতৃত্বাধীন সর্বভারতীয় নির্বাচক কমিটির উপর তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। বারবার রঞ্জি ট্রফি ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরেও, সরফরাজ খান ব্রাত্যের তালিকাতেই থেকে গিয়েছেন। তাঁর দক্ষতা প্রমাণ কর꧒ার পরেও বর্ডার-গাভাসকর ট্রফির জন্য জাতী দলের দরজা খোলেনি তাঁর জন্য। আর এর জন্যই চটেছে সানি গাভাসকর।
২০২১-২২ রঞ্জি ট্রফিতে সরফরাজ ৯৮২ রান করেছেন। তাঁর গড় ১২২.৭৫। রয়েছে চারটি সেঞ্চুরি এবং দু'টি হাফ-সেঞ্চুরি। গড় ১২২.৭৫। সর্বোচ্চ ২৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। চলতি রঞ্জিতেও সরফরাজ আছেন আগুনে ফর্মে। তবু তিনি ব্রাত্য। মুম্বইয়ের হয়ে সব থেকে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫ বছরের ব্যাটারের গড় ৫৩। এই ক্ষেত্রে গোটা বিশ্বে তাঁর আগে রয়েছেন মাত্র এক জন, অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান। তবু এখনও জাতীয় দলে ♏সুযোগ হয়নি সরফরাজের।
অথচ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব, ইশান কিষাণরা। সীমিত ওভারের ক্রিকেটে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এই মহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। যদিও ওয়ান ডে ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা খুব একটা ভালো নয়। সাদা বলের ক্রিকেটের পারফরম🌄্যান্স নিয়ে সূর্যকুমার টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেও, তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন থাকছেই।
শুধু সূর্যকুমার নন, ইশান কিষাণের টেস্♋ট স্কোয়াডে ঢুকে পড়া নিয়েও প্রশ্ন উঠছে বিস্তর। যদিও পন্তের অনুপস্থিতিতে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন বলেই কিছুটা আড়ালে চলে গিয়েছে ইশানকে নিয়ে আলোচনা।
যেহুতু সরফরাজ মোটা, সেই কারণেই কি তাঁকে বাদ দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছেন গাভাসকর ♌নিজে। তাঁর স্পষ্ট দাবি, ‘আপনারা যদি শুধু রোগা, ছিপছিপে চেহারার ছেলে খোঁজেন, তা হলে ফ্যাশন শো'তে চলে যান। কয়েক জন ভালো মডেল খুঁজে এনে তাঁদের হাতে ব্য💝াট-বল ধরিয়ে দিন। তাঁদের ক্রিকেটার হিসেবে গড়ে তুলুন।’
তিনি যোগ করেছেন, ‘এই ভাবে ক্রিকেট এগোতে ൲পারে না। আমাদের কাছে সব আকারের এবং মাপের ক্রিকেটার আছে। চেহারা দেখে ক্রিকেটারদের বেছে নেওয়া ঠিক নয়। রান এবং উইকেট সংখ্যা দেখে বিচার করা উচিত। শতরান করার পরেও মাঠের বাইরে বসে থাকছে না ও। আবার মাঠে নামছে। সব কিছু করছে। এর থেকেই বোঝা♎ যায়, ওর ফিটনেসের সমস্যা নেই।’
আরও পড়ুন: ভিডিয়ো- ভারতের ৫০তম ODI কেন্দ্র হতে চলেছে রায়প🐼ুর, রোহিতদের দেখতে চোখে পড়ার মত উদ্দীপনা
গাভাসকরের স্পষ্ট দাবি, ‘এক জন কী ভ🃏াবে রান করে? ফিটনেস না থাকলে দিনের শেষে এক জনের পক্ষে শতরান করা সম্ভব নয়। ক্রিকেটে ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ𝔉 বিষয়। তার মানে ইয়ো ইয়ো পরীক্ষা এক মাত্র মাপকাঠি হতে পারে না। সে ক্রিকেটের সঙ্গে কতটা মানিয়ে নিচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। এক জন ব্যক্তি, সে যেই হোক, ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে অন্য বিষয়গুলো বিশেষ গুরুত্বপূ্র্ণ বলে মনে হয় না।’
গাভাসকরের আগে ভেঙ্কটেশ প্রসাদও একই প্রসঙ্গে ক্ষোভ উগরে ছিলেন। তাঁর দাবি ছিল, ‘ঘরোয়া ক্রিকেটে তিনটি পর পর ব্লক ব্লাস্টার শতরান থাকা সত্ত্বেও দলে জায়গা পাচ্ছে না সরফরাজ। এটা শুধু ওর জন্য অপমানজনক নয়। ঘরোয়া ক্রিকেট এবং রঞ্জির জꦐন্যও অপমান। নির্বাচকেরা এমন ভাব করছে যেন এই খেলাটা কোনও ব্যাপারই না। ওকে দেখে যা মনে হচ্ছে, আগের থেকে অনেক ফিট। ও অনেক কেজি ওজন কমিয়ে ফেলেছে। দলে জায়গা পাওয়া উচিত। আমাদের সময় আমরা রঞ্জিকে গুরুত্ব দিতাম। কারণ আমরা জানতাম রঞ্জিতে ভালো খেলতে পারলে জাতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়া যাবে। কিন্তু এখন ঘটনা পুরো উল্টো হচ্ছে। রঞ্জিতে ভালো পারফরম্যান্স করার পরও যদি কেউ জাতীয় দলে সুযোগ না পায়, এর থেকে খারাপের আর কিছু হয় না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।