অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্ট হারের পর টিম ইন্ডিয়াকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। আড়াই দিনেরও কম সময়ে অজিদের কাছে ৯ উইকেটে হেরেছে ভারত। ভারতীয় ব্যাটিং অর্ডার একেবারে গুড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয়🙈ে গিয়েছিল তারা। আর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে।
টানা ব্যর্থতার জেকে তৃতীয় টেস্টের একাদশ থেকে ওপেনার কেএল রাহুলরে বাদ দেওয়া হয়েছিল। পরিবর্তে ওপেন করেছিলেন শুভমন গিল। যিনি ইন্দোর টেস্টের দুই ইনিংসেই 🍃হতাশ করেছিলেন। তবে শুধু শুভমন একা নন, বর্ডার-গাভাস্কার ট্রফিতে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত প্রত্যেকেই মিলিত ভাবে ব্যর্থ হয়েছ🔜েন।
রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন নাগপুর এবং দিল্লিতে প্রথম দু'টি টেস্টে ভারতের সমস্যাগুলিকে নিজেরা পারফরম্যান্স করে ধামাচাপা দিয়ে রেখেছিল। যার ফলে ভারত প্রথম দু'টি টেস্টে জিতেওছিল। কিন্তু তাঁরা ইন্দোরে ব্যাট হাতে সে ভাবে কিছু করতে পারেননꦗি বলে, হারতে হয়েছে ভারতকে।
আরও পড়ুন: বাইরের লোক কী বলল যায় আসে না- শাস্ত্রীর ‘আত্মতুষ্টি’ মন্তব্যের কড়া জবাব র𝓀োহিতের
আমেদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজ-নির্ধারক চতুর্থ টেস্টের আগে, তাই ভারতীয় ব্যাটিংয়ের উপর ♏পুরো ফোকাস থাকছে। এবং অবশ্যই পিচও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পিচের দিকেও সকলের নজর থাকবে।
এই সিরিজে তিন টেস্ট খেলা হয়ে গেল🍃েও, এখনও পর্যন্ত মাত্র একটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি হয়েছে। কারণ দুই দলের ব্যাটাররাই সে ভাবে খেলতে পারেননি। এই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিনটি টেস্টেই ব্যাটিং করাটাই সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল। তবে ভারত যে ভাবে ইন্দোরে ব্যাট ক♚রেছেন, সেটা মোটেও ভালো দৃষ্টান্ত নয়।
আমেদাবাদ টেস্টে ভারতীয় দলে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। আমেদাবাদ টেস্টে একাদশে ঢুকতে পারেন রিজার্ভ কিপার ইশান কিষাণ। তাঁকে দু'টি পৃথক নেট সেশনের পাশাপাশি কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গিয়েছে। এই সব মিলিয়ে মনে করা হচ্ছে, কেএস ভরতের পরিবর্তে হয়তো সুযোগ পেতে পারেন ইশান। কারণ কেএস ভরত উইকেটের পিছনে ভালো করলেও, ব্যাট হাতে সে ভাবে নজর কাড়তে পারেননি। সে ক্ষে🌄ত্রে আমেদাবাদে ইশানের টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আমেদাবাদে ২টি পিচ তৈরি রাখছে BCCI? ছবি ভাই⭕রাল হতেই উত্তেজনা চরমে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।