আমদাবাদে ব্যাটিং পিচ পেয়ে ভারতীয় বোলারদের একেবারে কাঁদিয়ে ছেড়েছেন ইসমান খোয়াজা, ক্যামেরন গ্রিনরা। মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের চোখে শর্ষে ফুল দেখিয়ে দেখিয়ে পঞ্চম উইকেটে ২০৮ রানের পার্টনারশিপ করেছে খোয়🐷াজা এবং গ্রিন জুটি।
বর্ডার-গাভাসকর ট্রফির সেরা ব্যাটিং ট্র্যাকে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বোলারদের একেবারে নাকানিচোবানি খাইয়ে বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন খোয়াজা। তিনি এ দি♏ন ১৫০ পার করে আউট হন। ক্যামেরন গ্রিন দুরন্ত শতরান করেন। আর এই জুটি ভাঙার জন্য মরিয়া হয়ে ভুলভাল রিভিউ নিয়ে হাসির খোরাক হন রবীন্দ্র জাদেজা এবং ক্যামেরুন গ্রিন।
আরও পড়ুন: কাঁপিয়েছ🔯িলেন ক্রিকেট বিশ্ব, অবশেষে অবসর নিলেন শন মার্🌳শ
গ্রিন এবং খোয়াজা ভারতের বোলিং আক্রমণকে একেবারে সাধারণ মানে নামিয়ে এনেছিলেন। এটা꧑ অবশ্যই ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর বোলারদের উপর প্রভাব ফেলেছিল। এবং বোলাররা ছোট ছোট সম্ভাবনাকেই বড় করে দেখতে চাইছিল। যে ভাবেই হোক খোয়াজা-গ্রিন এই জুটি ভাঙতে মরিয়া ছিল ভারতের বোলাররা। ১২৮তম ওভারের শেষ বলে সেই মরিয়া ভাব থেকেই ভুল রিভিউ নিয়ে বসে ভারত।
সেই ওভারে বল করছিলেন জাদেজা। শেষ বলে খোয়াজাকে একটি টস-আপ ডেলিভারি দিয়েছিলেন। বলটি খোয়াজা ছেড়ে দিলেও,🅺 ,সেটি তাঁর প্যাডে অফ স্টাম্পের বাইরে তাঁর প্যাডে সামান্য আঘাত করেছিল। তাতেই জাদেজা বিশাল আবেদন করেন। তবে আম্পায়ার রিচার্ড কেটলবরো আউট দেননি। এ দিকে জাদেজা জোর করে রোহিত রাজি করান ডিআরএস নিতে। একটি উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা ভারত অধিনায়ক রোহিত শর্মাও ফের ভুল করে বসেন জাদেজার অনুরোধ রাখতে গিয়ে। যাইহোক দেড় দিন ভারত যেহেতু তাদের তিনটি ডিআরএস-এর মধ্যে একটিও ব্যবহার করেননি, যে কারণে জাদেজার কথায় রাজি হন রোহিত।। কিন্তু ভিতরে ভিতরে, রোহিত এবং জাদেজা সহ দলের বাকিরা নিশ্চয়ই করে জানতেন যে, এটি আউট ছিল না।
আরও পড়ুন: WTC ဣফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়াই, শ্রীলঙ্কাকে খাটো করলেন মঞ্জরেকর
রিপ্লে সেটাই নিশ্চিত করে। বলটি অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছিল। বড় পর্দায় রিপ্লে দেখানো হলে ভারতীয় ফিল্ডাররা এই নিয়ে হাসাহাসি করতে থাকে। মাঠের আম্পায়ার কেটলবরোও তাঁর আবেগ আড়াল করতে পারেননি।🍌 তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপালও নট আউটের সিদ্ধান্ত দিলে কেটলবরোকেও হাসতে দেখা যায়।
💟এমন কী রবি শাস্ত্রী, ম্যাথু হেডেন এবং দীনেশ কার্তিক ধারাভাষ্য বক্সে এই নিয়ে হাসিঠাট্টা করেছ💃িলেন। কার্তিক মজা করে বলেউ ফেলেন, ‘আসলে ওরা (ভারত) তৃতীয় আম্পায়ার জেগে আছে কিনা তা পরীক্ষা করতে চেয়েছিল।’
ভারত হয়তো সেই রিভিউ⛎ থেকে কিছুই পায়নি। কিন্তু কয়েক ওভার পরে রবিচন্দ্রন অশ্বিন শেষ পর্যন্ত ১১৪ রানে গ্রিনকে আউট করেন। জুটিতে ডবল সেঞ্চুরি করার পর এই খোয়াজা-গ্রিন পার্টনারশিপ ভাঙে। একই ওভারে অ্যালেক্স ক্যারিকেও ফেরান অশ্বিন।
এর আগেও ইন্দোরে জাদেজার কথা শুনে ভুল রিভিউ নি🎉য়ে সমালোচনার শিকার হয়েছেন রোহিত। এর মাঝেই আমদাবাদে ফের একই ভুল তিনি করে বসলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।