চেতন শর্মার পদত্যাগের পর নির্বাচক কমিটিতে কোনও চেয়ারম্যান নেই। তার পরেও কিন্তু রবিবার বিসিসিআই-এর নির্বাচক কমিটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্ট ম্যাচের জ🐠ন্য দল ঘোষণা করেছে। নির্বাচকেরা দলে কোনও পরিবর্তন করেননি। তবে জয়দেব উনাদকাট, যাঁকে রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি দলে ফিরেছেন।
কিন্তু দল নির্বাচনের পর ফের ভারতীয় নির্বাচকদের ধুইয়ে দিচ্ছে ক্রিকেট প্রেমীরা। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের দুরন্ত পারফরম্যান্স এবং রান স্কোরিং দক্ষতা থাকার পরেও, তাঁকে🗹 ফের উপেক্ষা করা নিয়ে চলছে তীব্র কাটাছেঁড়া। এ দিকে ফর্মে না থাকা কেএল রাহু এবং টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ কর🎶তে না পারা সূর্যকুমার যাদবকে দলে রেখে দেওয়া হয়েছে, কিন্তু জায়গা পাননি সরফরাজ খান। যার জেরে নির্বাচন কমিটিকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাবে আক্রমণ করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের হয়ে নয়, মুম্বই ইন্ড🎐িয়ান্সের🌌 হয়ে খেলেই ২২ গজে ফিরবেন বুমরাহ
অস্ট্রেল𝓰িয়ার বিরুদ্ধে সিরিজে এখনও পর্যন্ꦿত তিন ইনিংসে মাত্র ৩৮ রান করেছেন রাহুল। তিন ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ২০, ১৭, ১। টানা খারাপ পারফরম্যান্সের পর স্কোয়াডে রাহুলের জায়গা পাওয়া নিয়ে বিশেষজ্ঞ এব ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলেছেন।
চূড়ান্ত অফফর্মে থাকার পরেও নির্বাচকেরা তাঁকে ধরে রেখেছেন, যদিও রাহুলকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তাঁর জায়গা সহ-অধিনায় কে, সেই নাম ঘোষণা করা হয়নি। সূর্যকুমার যাদবকেও তৃতীয় এবং চতুর্থ ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। চোটের কারণে শ্রেয়স আইয়ার প্রথম টেস্ট🐼ে নাগপুরে খেলতে না পারলে, তাঁর জায়গায় সূর্য প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। মাত্র আট রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি।
আরও পড়ুন: সকালে অশ্বিন-জাদেজার সঙ্গে কথা হয়েছিল- অজ꧃ি বধের রহস্য ফাঁস করলেন রোহিত
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে সরফরাজকে অন্তর্ভুক্ত না করার পরে ক্রিকেট প্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন। এ বার তৃতীয় এবং চতুর্থ টেস্টেও সরফরাজ𒆙কে দলে রাখেননি। অ✤থচ সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে তাঁর পরিসংখ্যান দুরন্ত। স্বাভাবিক ভাবে নির্বাচকদের উপর ক্ষোভ ফুঁসছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। নেটপাড়ায় বিসিসিআই-এর নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টকে ধুইয়ে দিচ্ছেন সকলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।