কিছুদিন আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলি একটি বিবৃতি দিয়েছেন। বক্তব্যটি ছিল ভারতের পিচ নিয়ে। আর পটভূমিতে ছিল বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। হিলি নিজের বক্তব্যে ভারতের ক্রিকেট মাঠের পিচগুলোকে😼 টার্গেট করেছেন। ভারতে সাধারণত যে ধরনের পিচ থাকে সেগুলো স্পিনারদের সাহায্য করা। হিলি বলেছিলেন, ‘ভারত গতবারের মতো এবারও একই পিচ তৈরি করলে অস্ট্রেলিয়া জিতবে না।’
আরও পড়ুন… IND vs AUS: খেলাতে ফোকাস করুন, পিচে নয়🗹- অজি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিলেন রোহিত
হিলির এই বক্তব্যের পর বিতর্ক শুরু হয়। অনেক প্রাক্তন খেলোয়াড় বলেছেন, পিচ নিয়ে কিছু করা যাবে না। প্রাক্তন কোচ রব🔯ি শাস্ত্রী এমনকি বলেছিলেন যে তিনি প্রথম দিন থেকেই পিচটি ঘুরতে চান। আর এখন এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার বলেছ👍েন যে অস্ট্রেলিয়ার পিচ নিয়ে হিলির কথা বলার অধিকার নেই কারণ তাদের নিজস্ব পিচ প্রশ্নবিদ্ধ।
গাভাসকরের উল্লেখ ছিল ব্রিসবেনে গাব্বার পিচের দিকে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচটি মাত্র দুই দিনেই শ🥂েষ হয়েছে। এই টেস্ট ম্যাচটি হয়েছিল গত বছরের ডিসেম্বরে। গাভাসকর বলে🐷ছিলেন যে এই পিচটি ভারতের যে কোনও পিচের মতোই বিপজ্জনক ছিল।
আরও পড়ুন… ঋষভকে চড় মারতে চাই! হঠাৎ কেন খেপে গেলেন কপিল দেব
মিড-ডে পত্রিকায় গাভাসকর তাঁর কলামে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া গত সফরের পিচ নিয়ে কথা বলে মাইন্ড গেম শুরু করেছে। যে দেশে টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়ে যায় তাদের ভারতের পিচ নিয়ে কথা বলার অধিকার নেই। ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দুই দিনেই শেষ হয়ে গিয়েছিল। এটা শুধু দুই দিনে ম্যাচ শেষ হওয়া নিয়ে নয়, প্রশ্ন উঠছে তৈরি করা পিচ নিয়ে। বলটি সর্বত্র উড়ছিল এবং এটি খেলোয়াড়দের জীবন এবং হাত-পায়ের জন্য বিপজ্জনক ছিল। স্পিনার-বান্ধব পিচগুলিতে, শুধুমাত্র ব্যাটসম্যানের খ্যাতি ঝুঁকির মধ্যে থাকে, তাদের জ𒉰ীবন বা অঙ্গ নয়।’
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে, চারটি ইনিংস সহ মোট ১৪৩.৪ ওভার বল করা হয়েছিল। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকা ১৫২ ও ৯৯ রান করেছিল। একই সময়ে অস্ট্রেলিয়া চার উইকেটে ২১৮ রান ও ৩৫ রান করে ম্যাচ জিতে নেয়। দুই দিনে মোট ৩৪টি উইকেট পড়েছিল এবং অস্ট্রেলিয়া জিতেছিল। আইসিসি গাবার পিচকে 'স্ট্যান্ডার্ডের নীচে' রেটিং দিয়েছে। গাভাসকর বলেছিলেন যে অস্ট্রেলিয়া যদি তার ঘরোয়া পরিস্থিতির সুবিধা নিতে পারে, তবে ভারতে একই কাজ করে 🌜কোনও ভুল করেনি।
সুনীল গাভাসকর আরও বলেছেন, ‘গাব্বায় দুই দিনে শেষ হওয়া টেস্ট ম্যাচটি আমাদের দেখায় যে উভয় দলের সেরা ব্যাটসম্যানদের প্রাণ মুখে এসে গিয়েছিল। অবশ্য অস্ট্রেলিয়ান মিডিয়ার একাংশ অজুহাত তুলেছে যে যেহেতু এটা ব্যাটসম্যানের খেলা, তাই এই ধরনের পিচ 🎉বোলারদের কিছু সুযোগ দেয়। আচ্ছা... তাহলে 𝓰ভারতীয় উপমহাদেশের পিচগুলো যখন প্রথম দিন থেকে বাঁক নেয় তখন আপনি কাঁদছেন কেন? বোলারদেরও একটা মাইন্ড গেম আছে, যে কারণে ভারতীয় উপমহাদেশে সেঞ্চুরি বা তার বেশি রান করা ব্যাটসম্যানরা বিশ্বে স্বীকৃত।’
এই খবরটি 🐼আপনি পড়তে পারে🐽ন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।