ওভালে মাত্র ১৯ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে একার হাতে ধ্বংস করেন জসপ্রীত বুমরাহ। লর্ডসেও তুলে নেন একজোড়া উইকেট। সুতরাং স🤡িরিজের প্রথম ২টি ম্যাচে ৮টি উইকেট নিয়ে ব্রিটিশ ব্যাটসম্যানদ✨ের ত্রাসে পরিণত হয়েছেন বুমরাহ। অথচ সিরিজের নির্ণায়ক ম্যাচে সেই বুমরাহই কিনা মাঠে নামতে পারলেন না।
স্বাভাবিকভাবেই ফাইনালের রূপ নেওয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচ শুরুর আগেই জোর ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। জসপ্রীতকে হারিয়ে নিশ্চিতভাবেই দুর্বল হয় টিম ইন্ডিয়া। সন্দেহ নেই ইংল্যাꦺন্ড শিবিরকে বাড়তি উদ্দীপ্ত করবে বুমরাহর মাঠে নামতে না পারা।
কিন্তু হঠাৎ কী এমন হল যে, বুমরাহকে বাইরে রেখে মাঠে নামত☂ে হল ভারতকে। টসের সময়েই ক্যাপ্টেন রোহিত জানান আসল কারণটা। তিনি জানিয়ে দেন যে, বুমরাহর হালকা চোট রয়েছে। তাই তাঁকে মাঠে নামিয়ে চোট বাড়িয়ে তো🌊লার ঝুঁকি নিতে চায়না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেকারণেই বুমরাহর বদলে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় মহম্মদ সিরাজকে।
ভারত বনাম ইংল্য়ান্ড সিরিজেরღ তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতি জারি করে জানানো হয় যে, বুমরাহর পিঠে ফিক লাগায় তিনি মাঠে নামতে পারেননি। এও জানানো হয় যে, অর্শদীপ সিংয়ের চোট এখনও সেরে না ও🥃ঠায় তৃতীয় ওয়ান ডে ম্যাচের জন্য বিবেচিত হয়নি তাঁর নাম।
আরও পড়ুন:- ভিডিয়ো: মুখে মাস্ক তবু চিনে ফেলল! দেখুন কꦛীভাবে ভক্তের ভিড় থেকে বাঁচলেন মাহি?
বুমরাহর বদলে মাঠে নামা সিরাজ অবশ্য জসপ্রীতের খামতি পূরণ ✅করার যথাযথ লক্ষণ দেখান। তিনি নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টো ও জো রুটের উইকেট তুলে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।