ভারত টানা দ্বিতীয় টি-🐓টোয়েন্টিত🌺ে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে গিয়েছে ভারত। আজ রবিবার সিরিজের তিন নম্বর ম্যাচটি খেলতে নামবে দুই দল। তবে সিরিজের ফলাফল হয়ে যাওয়ায় এ দিনের ম্যাচ নেহাৎ-ই নিয়মরক্ষার। তবে ইংল্যান্ড জিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে চাইবে।
সীমিত ওভারে পূর্ণ অধিনায়কের দায়ি✨ত্ব নেওয়ার পর এই সিরিজেই প্রথম বার দলকে নেতৃত্ব দেন জোস বাটলার। আর তাঁর নেতৃত্বে প্রথম সিরিজেই হারের মুখে পড়তে হল ইংল্যান্ডকে।
আরও পড়ুন: রান পাচ্ছেন না, তাই নেচেই এজবা🌊স্টনের মন জয় করতে হল কোহলিকে- ভিডিয়ো
টস জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা
টসে জেতার পরেও কেন 💧ব্যাটিং নেননি বাটলার? ম্যাচ হারের পর এই নিয়ে চলছে তীব্র সমালোচনা। বাটলার বলেছেন, ‘বোলিং করার সময় আমরা উইকেট পেয়েছিলাম। এটি গ্লিসনের দুর্দান্ত অভিষেক ছিল এবং ক্রিস জর্ডন আবারও দারুণ বোলিং করেছে। তবে আমাদের পারফরম্যান্স হতা🐠শাজনক। যখনই শুরুতে উইকেট হারাতে হয়, তখনই কিন্তু ম্যাচ থেকে দূরে সরে যেতে হয়। আমি মনে করি, টস জিতে আগে ব্যাট করার মতো কোনও খেলা আমরা খেলিনি।’
আরও পড়ুন:ꦚ গত ৫ বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি বার T20 সিরিজ জিতে রেকর্ড ভারতের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।