দ্বিতীয় দিনের শেষে ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ নড়𒁏বড়ে জায়গায় ছিল ইংল্যান্ড। ভারতের কাছে সুযোগ ছিল বিশাল বড় লিড নেওয়ার। তবে তৃতীয় দিনের সকালে জনি বেয়ারস্টোর দাপটে ই꧒ংল্য়ান্ড ম্যাচে খানিকটা ফিরে আসার চেষ্টা করে। তা সত্ত্বেও খেলা শেষে চালকের আসনে কিন্তু সেই ভারতই।
প্রথমে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে বেয়ারস্টো দ্বিতীয় দিনের খোলস থেকে বেরিয়ে এসে প্রতিআক্রমণ করে ভারত𝔍কে চাপে ফেলার চেষ্টা করেন। তারপর স্যাম বিলিংসের সঙ্গে সপ্তম উইকেটে ৯২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরই মাঝে নিজের টেস্ট কেরিয়ারের ১১তম ও শেষ চার ইনিংসꦉে নিজের তৃতীয় শতরানটি করে ফেলেন বেয়ারস্টো। তবে ঠিক যখন মনে হচ্ছিল জনি ইংল্যান্ডকে কার্যত একা হাতেই চাপের মুখ থেকে বের করে আনবেন, তখনই মহম্মদ শামি ১০৬ রানে তাঁকে সাজঘরে ফেরান। ঝপাঝপ ইংল্যান্ডের শেষ তিনটি উইকেট তুলে নেনে মহম্মদ সিরাজ।
প্রথম ইনিংসে সিরাজই চার উইকেট নিয়ে ভারতের সেরা বোলার। ইংল্যান্ড ২৮৪ রানেই গুটিয়ে যায়। ১৩২ রানের লিড নিয়ে ভারতের শুরুটা কিন্তু একেবারেই ভাল হয়নি। প্রথম ওভারেই চার রানে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন শুভমন গিল। হনুমা বিহারীও ১১ রানের বেশি করতে পারেননি। বিরাট কোহলিকে বেশ ভাল ছন্দে দেখালেও, বেন স্টোকসের একটি বল বাড়তি বাউন্স খাওয়ায়, তা কোহলির গ্লাভসে লাগে। রুট সেই ক্যাচ ধরায় ২০ রানে আউট হন তিনি। তবে চেতেশ্বর পূজারা কিন্তু নিজের ক্রিজ ছাড়েননি। দিনের শেষে ৫০ রানে অপরাজিত রয়েছꦆেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।