শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক খেলার জন্য রোহিত শর্মার সঙ্গে দ্বꦉিতীয় ওপেনার হিসেবে ঋষভ পন্তকে নামিয়েছিল ভারত। এই জুটি প্রথম ছয় ওভারে সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছে। এবং প্রথম ৬ ওভারে ভারত ১ উইকেট হারালেও ৬১ রান করে ফেলেছিল।
ভারতের এই স্ট্র্যাটেজি সম্ভবত অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্🧸টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই পরীক্ষানিরীক্ষার জন্য করা হয়েছিল। এব🦩ং রোহিত শর্মা দ্রুত আউট হলেও, তাঁর সংগ্রহ ছিল ২০ বলে ৩১ রান। আর পন্ত ১৫ বলে ২৬ করে আউট হন।
আরও পড়ুন: রান পাচ্ছেন না, তাই নেচেই এজবাস্টনের মন জয় করতে হল কোহলিকে- ভি⛦ডিয়ো
ওপেনিং জুটি ঝড়ো ব্যাটিং করায় ভারতের রানের গতি বেড়ে গিয়েছিল। তবে তিনে নেমে বিরাট কোহলি মাত্র ৩ বলে খেলে ১ করে সাজঘরে ফিরে যান। যা ভারতের রানের গতি▨কে বড় ধাক্কা দিয়েছিল। কোহলি রিচার্ড গ্লিসনের ডেলিভারিতে ভুল শট খেলে ডেভিড মালানের হাতে 🦹ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: T20-তে একের পর এক মেডেন করে বড় রেকর্𝄹ড বুমরাহের
কোহলির টানা খারাপ ফর্মের ধারা চলছেই। তাঁর এই জঘন🌱্য ফর্ম এখন আলোচনার কেন্দ্র রয়েছে। তারকা ব্যাটারকে ক্রমশ ফ্যাকাশে দে𒁏খাচ্ছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা দাবি করেছেন, তিনি তাঁর টি-টোয়েন্টি দলে কোহলিকে কখনও-ই রাখবেন না। বিশেষ করে যখন দল আক্রমণাত্মক ক্রিকেট খেলার স্ট্র্যাটেজি নিয়েছে।
জাদেজা সনি স্পোর্টসে বলেছেন, ‘কোহলি একজন স্পেশ্যাল ক্রিকেটার। এটা কোহলি না হয়ে অন্য কেউ হলে প্রথম একাদশে জায়গা হত না। এমন কী টেস্টেও হয়তো খেলতে দেখা যেত না। কারণ শেষ আট-দশ ম্যাচে কোনও সেঞ্চুরি নেই ওর। কিন্তু ও সেঞ্চুরি না করার পরেও, অ🌳তীতে যা করেছে তার জন্য ওকে দলের বাইরে রাখা হচ্ছে না।’
তিনি আরও যোগ করেছেন, ‘বিরাট কোহলি এমন একটি বিকল্প যাকে দলে রাখতে হবে। যাইহোক এটি পুরানো সময় নয় যখন বিরাট কোহলি🧜 এবং রোহিত শর্মা ওপেনে ব্যাট করবে, আর হাতে ধোনির মতো খেলোয়াড় থাকবে, যিনি শেষ ৪ ওভারে ৬০ রান করে দেবে। এটা নির্ভর করে আপনি কাকে খেলাতে চান তার উপর। আমাকে যদি টি-টোয়েন্টি দল বাছাই করতে হতো, বিরাট সম্ভবত সেই দলে থাকত না।’
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার শতরান করেছিলেন কোহলি। এর পর বহু ম্যাচ খেলে ফেলেছেন কোহলি, কিন্তু🔯 তিন অঙ্কের ঘরে তিনি 🐎পৌঁছতে পারেননি। ইদানীং তো জঘন্য ছন্দে রয়েছেন। আইপিএলেও হতাশ করেছেন। এখন জাতীয় দলের জার্সিতেও ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়ে উঠেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।