HT বাংলা থ🧸েকে সেরা খবর পড়ার জন্য 🌜‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs IRE: ধুমধাড়াক্কা ব্যাটিং হুডাদের, আয়ারল্যান্ডকে হাসতে হাসতে উড়িয়ে দিল ভারত

IND vs IRE: ধুমধাড়াক্কা ব্যাটিং হুডাদের, আয়ারল্যান্ডকে হাসতে হাসতে উড়িয়ে দিল ভারত

দীপক হুডাকে ওপেন করতে নামানোর পরিকল্পনা সুপারহিট হয়ে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

হুডার ব্যাটে দাপুটে জয় ভারতের। ছবি- এএফপি

গত এক বছরে ইতিমধ্যেই পাঁচজন ক্রিকেটার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান ও ঋষভ পন্তের পরে এবার টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি অধ্যায় শুরু হার্দিক পান্ডিয়ার। গুজরাট টাইটানসকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েই জাতীয় দলের লিডারশিপ গ্রুপে ঢুকে পড়েন পান্ডিয়া। আয়ারল্যান্ড সফরের ২টি টি-২০ ম্যাচে সাফল্য পেলে অদূর ভবিꦕষ্যতে সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার স্থায়ী দলনায়ক হওয়ার দাবি জানাতে পারেন পান্ডিয়া। আপাতত বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-২০ ম্যাচে আইরিশদের রীতিমতো উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া।

27 Jun 2022, 01:41 AM IST

ম্যাচের সেরা চাহাল

৩ ওভারে মাত্র ১১ রানের বিনিম𓆏য়ে ১টি উইকেট নেওয়া যꦏুজবেন্দ্র চাহাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। 

27 Jun 2022, 01:23 AM IST

৭ উইকেটে জয়ী ভারত

আয়ারল্যান্ডের ৪ উইকেটে ১০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জে𝔉তে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৭ রান করে নট-আউট থাকেন দীপক হুডা। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে অপরাজিত থা🎀কেন দীনেশ কার্তিক।

27 Jun 2022, 01:20 AM IST

জোড়া বাউন্ডারিতে ম্যাচ জেতালেন হুডা

দরকার ছিল তিন ওভারে ৬ রান। তবে ততক্ষণ অপেক্ষা কর🌠তে চায়নি ভারত। দশম ওভারে লিটলের প্রথম ২টি বলে পরপর চার মেরে ভারতকে জয়ের 🙈লক্ষ্যে পৌঁছে দেন দীপক হুডা।

27 Jun 2022, 01:17 AM IST

৩ ওভারে ভারতের দরকার ৬ রান

নবম ওভারে অলফার্টের বলে ৯ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন কার্তিক। ভারত🍬ের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৬ রান দরকার ভারতের।

27 Jun 2022, 01:11 AM IST

হার্দিক পান্ডিয়া আউট

অষ্টম ওভারে লিটলের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর চার মারেন হুডা। পঞ্চম বলে ছক্কা মারেন হার্দিক। শেষ বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ৯৪ রানে ৩ ꧅উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। হুডা ব্যাট করছেন ২৫ বলে ৩৭ রান করে।

27 Jun 2022, 01:05 AM IST

অভিষেককারী অলফার্টের ওভারে ওঠে ৯ রান

সপ্তম ওভারে অলফার্টের বলে ১টি ছক্কা মারেন হুডা𝐆। ওভারে মোট ৯ রান ওঠে। ৭ ওবার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৮ রান।

27 Jun 2022, 01:01 AM IST

৫০ টপকাল ভারত

ষষ্ঠ ওভারে ম্য়াকব্রায়ানের বলে একটি ছক্কা হাঁকান দীপক হুডা। জোড়া ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ২১ রান ওঠে। ভারত ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৯ রান তোলে। হার্দিক꧙ ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৮ রান করেছেন। হুডা ২টি চার ও ১𝔍টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৯ রান করেছেন। 

27 Jun 2022, 12:57 AM IST

পঞ্চম ওভারে ওঠে মাত্র ৩ রান

পঞ্চম ওভারে ক্রেগ ইয়ংয়ের বলে মাত্র ৩ 🎐꧂রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট ৪৮ রান।

27 Jun 2022, 12:52 AM IST

জোড়া বাউন্ডারি হুডার

চতুর্থ ওভারে মার্ক আডাꦍয়ারের বলে ২টি চার মারেন দীপক হুডা। ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৪ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৪৫ রান। হুডা ১১ ও পান্ডিয়া ৪ রানে ব্যাট করছেন।

27 Jun 2022, 12:46 AM IST

সূর্যকুমার আউট

ক্রিজে এসে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার 🎃যাদব। রিভিউ নিয়েও বাঁচলেন না তিনি। ভারত পরপর ২ বলে ২টি উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি শেষ বল♎ে ফ্রি-হিটে চার মারেন। ৩ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫ রান। ২টি উইকেট পড়লেও ইয়ংয়ের ওভারে ১৫ রান ওঠে।

27 Jun 2022, 12:41 AM IST

থামল ইশান ঝড়

তৃতীয় ওভারে বল করতে আসেন ক্রেগ ইয়ং। প্রথম বলে চার মারেন ইশান। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনꦜি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

27 Jun 2022, 12:38 AM IST

ভারত ২ ওভারে বিনা উইকেটে ২০

মার্ক আডায়ারের দ্বিতীয় ওভারে ৫ রান তোলে ভারত। ☂২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কো🅘র বিনা উইকেটে ২০।

27 Jun 2022, 12:32 AM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ ও দীপক হুডা। বোলিং শুরু 🔜করেন জোস লিটল। প্রথম বলে ১ রান নেন হুডা। তৃতীয় বলে চার মারেন ইশান। চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে পুনরায় চার মারেন ইশান। প্রথম ওভারেই ১৫ রান তুলে ফেলে ভারত🌺। ইশান করেছেন ১৪।

27 Jun 2022, 12:20 AM IST

হাফ-সেঞ্চুরি টেকটরের, আয়ারল্যান্ড ৪ উইকেটে ১০৮

৫টি টার ও ২ট꧃ি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হ্যারি টেকটর। শেষ ওভারে বল করতে আসেন আবেশ খান। সুতরাং অভিষেক ম্যাচে মাত্র ১ ওভার বল করার সুযোগ পেলেন উমরান মালিক। শেষ ওভারে আয়ারল্যান্ড ১৭ রান তোলে। ১টি চার ও ১টি ছক্কা মারেন টেকটর। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ড নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তোলে। ৪ রানে অপরাজিত থাকেন ডকরেল। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১০৯ রান। 

27 Jun 2022, 12:14 AM IST

কৃপণ বোলিং চাহালের

১১তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন চাহাল। তিনি ৩ ওভারে ১১ রানের বিনিমেয় ১টি উইকেট নেন। আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯১ রান। টেকটর ৪৯ রান🍌ে ব্যাট করছেন।

27 Jun 2022, 12:11 AM IST

ভুবির ওভারে ওঠে ১৪ রান

দশম ওভারে ভুবন𝓡েশ্বর কুমার ১৪ রান খরচ করেন। ১টি চার ও ১টি ছক্কা মারেন🎃 টেকটর। ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৭। টেকটর ২৬ বলে ৪৭ রান করেছেন। ভুবি ৩ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন।

27 Jun 2022, 12:04 AM IST

টাকারকে ফেরালেন চাহাল

৮.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন লরকান টাকার। ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৮ রান করেন তিনি। আয়ারল্যান্ড ৭২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে আসেন জর্জ ডকরেল। ৯ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৪ উইকেটে🌼 ৭৩ রান। চাহাল ১ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। টেকটর ৩৪ রানে ব্যাট করছেন।

27 Jun 2022, 12:02 AM IST

হার্দিকের ওভারে জোড়া ছক্কা টাকারের

অষ্টম ওভারে পুনরায় বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। জোড়া ছক্কা মারেন লরকান টাকার। ওভারে মোট ১৩ ✱রান ওঠে। ৮ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান। টেক🔴টর ৩১ ও টাকার ১৮ রানে ব্যাট করছেন।

26 Jun 2022, 11:57 PM IST

৪ রান খরচ করলেন চাহাল

সপ্তম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ওভারে ৪ রান ওঠে♕। ৭ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৬। ১৬ বলে ৩০ রান করেছেন 𝓡হ্যারি টেকটর।

26 Jun 2022, 11:52 PM IST

উমরানের ওভারে  ওঠে ১৮ রান

ষষ্ঠ ওভারে ভার♓তের হয়ে প্রথমবার বল করতে আসেন উমরান মালিক। তিনি প্রথম বল করেন ১৪৮ কিলোমিটার গতিতে। দ্বিতীয় বল করেন ১৪৫ কিলোমিটারে। উমরানের প্রথম ওভারে ১৮ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন টেকটর। ১টি লেগ-বাই চার আসে। ৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান।

26 Jun 2022, 11:48 PM IST

অক্ষরের ওভারে ১২ রান

পঞ্চম ওভারে বল করতℱে আসেন অক্ষর প্যাটেল। তাঁর বলে ২টি বাউন্ড🅰ারি মারেন টেকটর। ওভারে মোট ১২ রান ওঠে। ৫ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৪ রান। ১১ বলে ১৭ রান করেছেন টেকটর।

26 Jun 2022, 11:43 PM IST

ডেলানিকে ফেরালেন আবেশ

চতুর্থ ওভারে বল করতে আসেন আব🥀েশ খান। তিনি দ্বিতীয় বলে চার হজম করলেও পঞ্চম বলে তুলে নেন ডেলানির উইকেট। ৯ বলে ৮ রান করে কার্তিকের দস্তানায় ধরা পড়েন ডেলানি। আয়ারল্যান্ড ২২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লরকান𒉰 টাকার। পাওয়ার প্লে-র ৪ ওভার শেষ।

26 Jun 2022, 11:39 PM IST

ভুবনেশ্বর ২-১-২-১

ভুবনেশ্বর কুমার তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন। ওভারে মোট ৩ রান ওঠে। তবে ১ রান আসে লেগ-বাই থেকে। ৩ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৭ রান। ভুবি ২ ওভারে ১টি মেডেন-সহ 🐟২ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। ডেলানি ব্যাট করছেন ৮ রানে। 

26 Jun 2022, 11:31 PM IST

স্টার্লিংয়ের উইকেট নিলেন হার্দিক

দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি ওয়াইড দিয়ে ওভার শুরু করেন। পুনরায় প্রথম বল করলে হার্দিককে চার মারেন পল স্টার্লিং। তবে দ্বিতীয় বলেই পলকে সাজঘরে ফেরান পান্ডিয়া। ৫ বলে ৪ রান করে হুডার হাতে ধরা পরেন স্টার্লিং। আয়ারল্যান্ড ৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে আসেন হ্যারি টেকটর। ওভারের শেষ বলে চার মারেন ডেলানি। ২ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৪ রান। পান্ডি💮য়া প্রথম ওভারে ১৩ রান খরচ করেন।

26 Jun 2022, 11:25 PM IST

অ্যান্ডিকে ফেরালেন ভুবি

প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন ভুবনেশ্বর কুমার। পঞ্চম বলে তিনি বোল্ড ক🥀রেন আয়ারল্যান্ডের ক্যাপ্টেন অ্যান্ডি বলবির্নিকে। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। আয়ারল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্যারেথ ডেলানি। ভুব♎ির এটি মেডেন উইকেট ওভার। কেননা ১ রান আসে লেগ-বাই বাবদ।

26 Jun 2022, 11:21 PM IST

ম্যাচ শুরু

আয়ারল্য়ান্ডের হয়ে ওপেন করতে নামেন পল স্টার্লিং ও অ্যান্ডি বলবির্নি। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ভু⛦বনেশ্বর কুমার। 

26 Jun 2022, 11:01 PM IST

কাটা গেল ওভার

টসের পরেই বৃষ্টি। ফলে ডাবলিনে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় কাটা যায় ওভার। পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচ🦂 হবে ১২ ওভার প্রতি ইনিংসের। ৬-এর বদলে ৪ ওভারের পাওয়ার প্লে। ৩ জন বোলার ২ ওভার করে বল করতে পারবেন। ২ জন বোলার বল করতে পারবেন ৩ ওভার করে। ইনিংসের বিরতি মাত্র ১০ মিনিটের। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রান ১১টা ২০ মিনিটে।

26 Jun 2022, 10:16 PM IST

বৃষ্টি থেমেছে

আয়🉐ারল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বৃষ্টি থামার আপডেট দেওয়া হলেও কখন ম্যাচ শুরু করা যাবে, সেবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

26 Jun 2022, 09:52 PM IST

এখনও পিচ ঢাকা

এখনও ঢাকা রয়েছে বাইশগজ। সুপার সপার আউটফিল্ড থেকে জল তুলে ফেলার কাজ🧔ে ব্যস্ত রয়েছে।

26 Jun 2022, 09:14 PM IST

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না ম্যাচ

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু করা গেল না ম্যাচ। টসও অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে। যদিও এখনই🔯 পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। সুতরাং, ম্যাচ শুরু হতে পারে কিছুক্ষ🦋ণের মধ্যেই।

26 Jun 2022, 09:00 PM IST

আয়ারল্যান্ডের প্রথম একাদশ

প💜ল স্টার্লিং, অ্যান্ডি বলবির্নি (ক্যাপ্টেন), গ্যারেথ ডেলানি, হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, মার্ক আডায়ার, অ্যান্ডি ম্যাকব্রায়ান, ক্রেগ ইয়ং, জোস লিটল ও কনর অলফার্ট।

26 Jun 2022, 08:57 PM IST

ভারতের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক ඣপান্ডিয়া (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার♔, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও উমরান মালিক।

26 Jun 2022, 08:47 PM IST

টস জিতলেন পান্ডিয়া

জাতীয় দলকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। টস জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে ডাকেন তিনি। সুতর𓄧াং, সিরিজের প্রথম ꦆটি-২০ ম্যাচে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

26 Jun 2022, 08:17 PM IST

বৃষ্টি মাটি করতে পারে ম্যাচের মজা

সিরিজেরꦆ প্রথম টি-২০ ম্য়াচের দিন ডাবলিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হয়েছে ম্যাচের আগে। তাই 🌱আশঙ্কা করা হচ্ছে ম্যাচের গতিতে প্রভাব ফেলতে পারে প্রকৃতি।

26 Jun 2022, 08:14 PM IST

অভিষেক হচ্ছে উমরানের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে উমরান মালি🌄কের। তাঁরা হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ভুবনেশ্বর কুমার।

26 Jun 2022, 08:10 PM IST

নতুনদের সামনে সুযোগ নিজেদের প্রমাণ করার

ইংল্যান্ড সফরে থাকা সিনিয়রদের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের সাম🌺নে।

26 Jun 2022, 07:28 PM IST

ক্যাপ্টেন হিসেবে নিজের দক্ষতা প্রমাণের লড়াই পান্ডিয়ার

🍎বিরাট কোহলির হাত থেকে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিলেও রোহিত শর্মাকে যে খুব বেশিদিন ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না, সেবিষয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতেই টিম ইন্ডিয়াকে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে। লোকেশ রাহুল, ঋষভ পন্তরা রয়েছেন লড়াইয়ে। তবে প্রথম মরশুমেই গুজরাট টাইটানসকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়ে সেই লড়াইয়ে নাম লিখিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই সুবাদেই তিনি আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হন। সিরিজের ২টি টি-২০ ম্যাচে নেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে পরবর্তী সময়ে রোহিতের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নিতে পারেন পান্ডিয়া।

Latest News

ব্যাটে রান🐽 নেই! বেড়েছে ভুঁড়ি! সঙ্গে রয়েছে অযথা জেদ! IPL-এ দলই পেলেন না পৃথꦗ্বী কলকাতার আবেগ কাজে লাগিয়ে পয়সা কামায় KKR, দলে নে✤য় না বাংলার কোনও খেলোয়াড়কে দূষণের বিরুদ্ধে সচেতনতা🐈 বাড়াতে সাইকেলে চেপে সংসদে টিডিপি সাংসদ PAN 2.0: এবার কিউআর কোড থাকবে প্যান কার্ড꧙ে, বিনা পয়সায় হবে আপগ🎶্রেড, বিরাট বদল! KKR-র ধাঁচে খেলল RCBꦍ! ৪১ বলে ১০০ করা প্লেয়ারকে না নিয়ে শুনতে হল ‘জোকার’ কটাক্ষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনꦓুষ্কার লুক ভাইরাল,কোথায় পাবেন এই কো-অর্ড সেট? দাম কত 'লাভলি লোল্লা'য় মা-মেয়ের চরিত্রে গও👍হর খান-ঈশা মালভিয়া! কে কোন ভূমিকায়? ‘৭ বছরের বনবাস শেষ…’ গোবিন্দার সঙ্গে মনোমালিন্য মেটায় আবেগপ্রবণ ক্রুষ্ণাꦓ অভিষেক ‘যেটা এখনকার কারোর মধ্যে দেখি না’,কেন বিরক্ত অপরাজিতা? ২৫০টাক🐻া পারিশ্রমিক শুনে… CBI তদন্ত খারিজ✱ সুপ্রিম কোর্টে, বাংলায় হেফাজতে অত্যাচারের অভিয💛োগের তদন্তে SIT

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের 😼সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হর🎃মনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্য🎃ান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন,🐭 এবার নিউজিল্যান🍷্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু,ജ নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন💮 হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইত💙িহাস গড়বে কারা⛄? I♓CC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেল💎িয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, ꦺতারুণ্যের জয়গান মিতালির ভিলেন নে⛄ট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ