রবিবাসরীয় ইডেনে কঠিন সময়ে দলের হাল ধরেছিলেন সূর্যকমার যাদব। অনবদ্য এক ইনিংস খেলে দলকে বিপদের মুখ থেকে বের করে জয়ের পথ প্রসস্ত করে দিয়েছিলেন। আর এরই ফল স্বরূপ ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের সেরা খেলেয়াড় নির্বাচিত হন ♌তিনি। পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড়েরও মুকুট ওঠে তাঁর মাথায়। আর জোড়া পুরস্কার পেয়ে সূর্য বললেন, ‘আমি শেষ পর্যন্ত থেকে খেলা চালিয়ে যেতে চাই।’ ঠিক যেন মিঃ কুল ধোনি। এককালে ধোনি যেভাবে শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে গিয়ে শেষ করতেন, সূর্যও কতকটা সেই মন্ত্রেই বিশ্বাসী।
এদিন ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে সূর্যকুমার যাদব বলেন, ‘আমি প্রথম ম্যাচে যা করেছিলাম, সেইট কাজটাই আবার এই ম্যাচে করতে চেয়েছিলাম। রোহিত আউট🍃 হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। 😼আমরা আমাদের টিম মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করেছিলাম। সেইসাথে আমরা এই ধরনের পরিস্থিতিতে কীভাবে খেলব তাও আগে থেকেই নির্ধারিত। আমি শুধু সেই একই জিনিসের পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। আমি গত কয়েকটি ম্যাচে তাই করার চেষ্টা করেছি... যখনই এরম পরিস্থিতি আসে, আমি শেষ পর্যন্ত সেখানে থাকার চেষ্টা করি। নেটে নিজের প্রতি একটু কঠোর হয়ে অনুশীলন করি, এইটুকুই।’
রবিবার ভারতীয় দলের অলরাউন্ড পারফর্ম্যান্সের দৌলতে ১৭ রানে হেরে টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ হয় উইন্ডꦛিজ দল। পঞ্চম উইকেটে বেঙ্কটেশ আইয়ার ও সূর্যকুমার যাদবের ৩৭ বলে ৯১ রানের পার্টনারশিপ ভারতকে ১৮৪ রানে পৌঁছে দিয়েছিল এদিন। সূর্য-ভেঙ্কি জুটির তোলা ঝড়েই ব্যাকফুটে চলে গিয়েছিল উইন্ডিজ।
এদিন ভারত প🍒্রথম ১৫ ওভারে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। পরে শেষ পাঁচ ওভারে সূর্য-ভেঙ্কি জুটি তোলে ৮৬ রান। ৩১ বলে সূর্যকুমার ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। আর এই ইনিংসের জন্যই ম্যান অফ দ্য ম্যাচ পান সূর্য। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ২৪ রানের মূল্যবান ইনিংস খেলেছিলেন তিনি♛।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।