ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাগলামির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সকলেই 🧸কমবেশি সেই সম্পর্কে জানেন। হারারেতে জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের একদিন আগে এই সিরিজের ভারত অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে দেখা হয় এক ভক্তের। সেই ভক্ত রাহুলের কাছে সেলফি এবং অটোগ্রাফের আব্দার নিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: কোহলির ভুল কর🐬লেন না, জাতীয় সঙ্গীত শুরুর আগে চুইংগাম ফেলে জিতলেন সকলের মন- ভিডিয়ো
ছেলেটির বয়স খুব বেশি নয়। স্কুলে পড়ে। প্রথমে༒ রাহুল এবং পরে ইশান কিষাণের সাথে সে ছবি তোলে। এবং তার পরে তাদের জানিয়েছিল যে, তিনি ডানহাতি তারকার বিশাল ভক্ত। মাঠ থেকে ফেরার আগে রাহুল সেই ছেলেটিকে জিজ্ঞেস করেছিলেন, ‘কাল ম্যাচ দেখনে আওগে? (কাল ম্যাচ দেখতে আসবে?)’ ছেলেটি এক গাল হেসে মাথা নেড়ে বলেছিল, ‘আয়েঙ্গে! স্কুল গ্যায়ে ভার মে (অবশ্যই! স্কুল ভারে যাক)।’
আরও পড়ুন: ফিজিয়োর সঙ্গে সময় কജাটানোর চেয়ে ৩৬৫ দিনই মাঠ𝕴ে কাটানো ভালো- দাবি ফুরফুরে রাহুলের
রাহুল অবশ্য সেই ছেল🍨েটিকে স্কুল কামাই না করার পরামর্শ দেন। তবে সেই ভক্ত পাল্টা জানিয়ে দেয়, ‘স্কুল মে উতনা কুছ ইমপর্টেন্ট🌌 হ্যায় ভি নেহি কাল (আগামীকাল স্কুলে সে ভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই)।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।