ভারতীয় বোলারদের দাপটে জিম🐎্বাবোয়ের টপ-অর্ডার ব্যাটারদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে উঠেছিল। কিন্তু টেল এন্ডারের উইকেট ভাঙতে নাকানিচোবানি খেলেন প্রসিধ কৃষ্ণ-অক্ষর প্যাটেলরা। যে কারণে নবম উইকেটে ৭০ রান যোগ করে ফেললেন ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা। যার জেরে তৈরি হল বড় নজিরও।
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম বার নবম উইকেটে এত বেশি রান করল জিম্বাবোয়ে। অর্থাৎ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নবম উইেকেটে এই ৭০ রানই জিম্বাবোয়ের সর্ব𝔍োচ্চ। এই রানের হাত ধরেই জিম্বাবোয়ে ১৮৯ রানের লক্ষ্যে পৌঁছয়। তা না হলে অনেক আগেই শেষ হয়ে যেত জিম্বা▨বোয়ের ইনিংস।
আরও পড়ুন: ভারতের সঙ্গে অজিদের পাঁচ꧟ ম্যাচের টেস্🌊ট সিরিজ, উত্তেজিত পন্টিং
টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠায় ভারত। তবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ৩১ বলে ৪ উইকেট হারিয়ে বসে থাকে জিম্বাবোয়ে। ১০০ রানের আগে পড়ে যায় আরও ২ উইকেট। তবে পাঁচে ব্যাট করতে নেমে অধিনায়ক রেগিস চাকাবভা দলের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন। ৫১ বলে ৩৫ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি। কিন্তু এর বাইরে ইভান্স এবং এনগ🐼ারাভা ছাড়া বাকিরা ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেনি। যার ফল ভুগতে হল জিম্বাবোয়েকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।