ইংল্যান্ডকে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সাত উইকেটে হারিয়ে ম্যাচের সেরা হলেন স্মৃতি মান্ধানা। নিজের এদিনেরꦿ পুরস্কার উৎসর্গ করলেন ঝুলন গোস্বামীকে। ভারতীয় মহিলা দল, যারা সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছিল, তারা ৩-ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্𓃲যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছিল। এরপরে তারা হারের প্রতিশোধ নিতে ওডিআই সিরিজ খেলতে মাঠে নেমেছে। হোভ গ্রাউন্ডে খেলা সিরিজের প্রথম ODI ম্যাচে, ভারতীয় দল শক্তিশালী শুরু করেছে। সিরিজের প্রথম ODI ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ভারত।
ওপেনার স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া এবং অধিনায়ক হরমনপ্রীতের অর্ধশতকে♋র সাহায্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল রবিবার সিরিজের প্রথম মহিলা একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করে ১-০ তে এগিয়ে গিয়েছে। এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ২২৭ রান।
আরও পড়ুন… ২২ বছরের নেট বোলারের সামনে চাপে পড়লেন রোহিত-রাহুল! প্রশংসিত করলেন🦩 হিটম্যান
ইংল্যান্ডের ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪৪.২ ওভারেই তিন উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। এদিন মাত্র ৯ রানের জন্য নিজের শতরান হাত𝕴ছাড়া করেন স্মৃতি। এদিন ৯৯ বলে ৯১ রান করেন তিনি। এিনের ইনিংসে ১০টি চার, একটি ছক্কা হাঁকান তিনি। এদিন হরমনপ্রীত ৯৪ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইয়াস্তিকা ভাটিয়া ৪৭ বলে ৫০ রান করেন। ৩৪ বল বাকি থাকতে তিন উইকেটে ২৩২ রানে সহজ জয় পায়। এদিন একটি উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী।
খেলা শেষে ম্যাচের সেরা হয়ে স্মৃতি মান্ধানা বলেন, ‘আমি মনে করি, আমি যদি আউট না হয়ে আর একটু খেলতে পারতাম তবে আমি এটিকে আরও কিছুটা উপভোগ করতাম। তবে ভারতীয় জনতা যারা আমাদের খেলা দেখতে এসেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্য একটি শো করতে পেরে আনন্দিত। আমি মনে করি ওয়ানডে ফর্ম্যাট আমার জন্য একটি স্বাভাবিক 🧜খেলা। কারণ আমি সেখানে গিয়ে বল দেখতে পারি যা আমি পছন্দ করি। টি-টোয়েন্টিতে আমাকে আমার স্ট্রাইক রেট নিয়ে কাজ করতে হয়। ফর্ম্যাট নির্বিশেষে ভারতের হয়ে স্কোর করতে পেরে এবং বোর্ডে ডব্লিউ পেয়ে সত্যিই খুশি।’
আরও পড়ুন… বোনের মৃত্যুর পর জীবনের দর্শনটাই বদলে গিয়েছে- আব🌞েগপ্রবণ পাকিস্তানের শান মাসুদ
নিজের ম্যাচের সেরার পুরস্কা൲র ঝুলন গোস্বামীকে ডেডিকেট করেন স্মৃতি মান্ধানা। ম্যাচের পরে তিনি বলেন, ‘ভালো এটাই যে হারমান অবশেষে টস জিতেছে (হাসি), আমরা যথেষ্ট উইকেট দেখতে পাচ্ছি এবং তারপরে আমাকে আমার ব্যাকফুট খেলা প্রতিরোধ করতে হয়েছিল এ▨বং ফ্রন্টফুটে আরও বেশি খেলতে হয়েছিল। আমি এই পদকটি ঝুন্নু দি (ঝুলন গোস্বামী) কে উৎসর্গ করতে চাই, এই পুরো সিরিজটি আমরা ঝুনু দিকে উৎসর্গ করতে খেলব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।