এবার ব্যাট নয়, ফিল্ডিংয়ে নিজের জাদু দেখালেন বিরাট কোহলি। ꦿউড়ে গিয়ে মার্নাস ল্যাবুশেনের দুরন্ত ক্যাচ নিলেন ভারতীয় অধিনায়ক।
আজ বেঙ্গালুরুতে সিরিজ ফয়সালার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৬ রানের মধ্যেই দু'উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ক্যাঙারু বাহিনী। সেখান থেকে অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন স্টিভ স্মিথ ও 𓄧ল্যাব🌳ুশেন। দু'জনকেই ক্রিজে জমাট দেখাচ্ছিল। অর্ধশতরানও পূরণ করেন ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার রানের গতি আটকানোর জন্য ভারতের দ্রুত উইকেটের প্রয়োজন ছিল।
আরও পড়ুন : INDvsAUS 3rd ODI: মহারণে দুই দল, টসে জিতে ব্যাটিং 𒆙নিলেন ফিঞ্চ
এরইমধ্যে ৩২ তম ওভারে রবীন্দ্র জাদেজার দ্বিতীয় বলে ইনসাইড আউট করে কভারের দিকে ড্রাইভ করেন ল্যাবুশেন। নিজের ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরেন বিরাট। সেজন্য বিরাটের অসাধারণ রিফ্লেক্সের তারিফ করতেই হবে। কারণ, ল্যাবুশেন ক্রিজ থেকে বেরিয়ে শট মারার সময় বিরাট নিজের বাঁদিকে সরে গিয়েছিলেন। ব🍰ল ডানদিকে আসছে দেখে সেদিকে ডাইভ মারেন বিরাট। তারপর তা তালুবন্দি করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।