হার্দিক পান🌞্ডিয়া ইতিমধ্যে বহুবার জানিয়েছেন যে, তিনি মহেন্দ্র সিং ধোনির থেকে অনেক কিছু শিখেছেন। একজন অন্ধ ভক্ত যেমন প্রিয় নায়কের স্টাইল থেকে শুরু করে মুখের সংলাপ পর্যন্ত নকল করতে শুরু করে, হার্দিক পান্ডিয়া কিছুটা তেমনই ঠান্ডা মাথার প্রয়োগ কৌশল থেকে শুরু করে ম্যাচ ফিনিশ করার কৌশল রপ্ত করেছেন ধোনির কাছ থেক꧟ে। এমনকি পান্ডিয়াকে দুবাইয়ে ধোনির মতোই হুবহু একই ভাষায় আত্মপ্রত্যয় জাহির করতেও শোনা গেল।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল ৭ রান। মহম্মদ নওয়াজের ওভারের প্রথম বলেই আউট হন সেট ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বলে ১ রান নেন সদ্য ক্রিজে আসা দীনেশ কার্তিক। পান্ডিয়া ❀তৃতীয় বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি। জিততে ৩ বলে ৬ রান দরকার ছিল ভারতের। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক।
আরও পড়ুন:- Ind vs Pak Asia Cup: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাক⛦তে উত্ꦺতেজক জয় ভারতের
প্রথমে বল হাতে ২৫ রানে ৩ উইকেট নেন পান্ডিয়া। পরে ব্যাট হাতে ১৭ বলে ম্যাচ জেতানো ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের🐼 সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হার্দিক। ম্যাচের শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পান্ডিয়ার কাছে জানতে চাওয়া হয় শেষ ওভ✱ারে তিনি চাপে ছিলেন কিনা। কেননা নওয়াজ দুর্দান্ত বল করছিলেন ম্যাচে। জবাবে হার্দিক এমন কিছু কথা বলেন, যাতে তাঁকে ধোনির ছায়া বলে মনে হওয়াই স্বাভাবিক।
পান্ডিয়া বলে🏅ন, ‘আমি জানতাম নওয়াজকে ওরা বাঁচিয়ে রেখেছে। শেষ ওভারে আমাদের ৭ রান দরকার ছিল। যদি ১৫ রানও প্রয়োজন হতো, তা হলেও আমাদের জয়ের সুযোগ ছিল। আসলে শেষ ওভারে আমার উপর নয়, বরং আমাকে বল করতে হওয়ায় বোলারের উপর চাপ বেশি ছিল। এটা আমাꦏর অহংকার নয়, আত্মবিশ্বাস, যেটা কঠিন পরিশ্রম করে অর্জন করতে হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।