ভারতীয় টেনিসের সোনার সময় আপাতত শেষ হয়েছে। মহেশ ভূপতি, লিয়েন্♔ডার পেজ, সানিয়া মির্জারা খেলা থেকে সরে দাঁড়িয়েছেন। এই আবহেই ভারতীয় টেনিস খেলোয়াড়রা অলিম্পিক্সে গেলেও তেমন নজর কাড়তে পারেননি বোপান্নারা। চলতি বছরের শুরুতে বোপান্না 🐎বয়স্কতম খেলোয়াড় হিসেবে ডবলসের এক নম্বর খেলোয়াড় হলেও এই মূহূর্তে তিনি কেরিয়ারের পড়ন্ত লগ্নে। ফলে আগামী দিনে গ্র্যান্ডস্লাম জেতার মতো টেনিস খেলোয়াড় তুলে আনা ভারতের পক্ষ বেশ কঠিন কাজ, মন করছেন দিকপালরা।
আরও পড়ুন-ভিডিয়ো- কা♏নপুর যাওয়ার পথে অশ্বিনের লেগ পুলিং! জাদেজা-বুমর𒈔াহ বললেন ‘Thala for a reason’
একদিন আগেই টেনিসের এই ইভেন্টে যোগ দিয়েছিলেন মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জারা। সেꦍখানেই ভারতীয় টেনিস নিয়ে কথাবার্তা বলতে গিয়ে পেজ যা বলে বসলেন, তা শুনে আতঙ্কিত হতেই পারেন ক্রীড়াভক্তরা। সরাসরি তিনি বলেছিলেন, ভারতকে আরও একটা গ্র্যান্ডস্লামজয়ী টেনিস খেলোয়াড় তৈরি করতে এক দশক সময় লেগে যাবে।
আরও পড়ুন-ব্যাটে রান নেই! হয়েছে খুনের♐ মামলা! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবকে…
সম্প্রতি ভারতীয় ডেভিড কাপ দল সুইডেনের বিরুদ্ধে খেলতে গেছিল। সেখানে গিয়ে কার্যত বিপর্যস্ত অবস্থা হয় রামনাথন, শ্রীরাম বালাজিদের। সুইডেনের বিরুদ্ধে হেরে যাওয়ায় ওয়ার্ল্ড গ্রুপের প্লে অফের দিকে এখন তাকিয়ে থাকতে হবে ভারতকে। এদিকে কদিন আগে ভারতের হয়ে খেলার জন্য বিপুল অঙ্কের অর্থ দাবি করে বসেছেন আরেক টেনিস তারকা সুমিত নাগাল। এরই মধ্যে আরেক ডেভিস কাপার সোমদেব দেব বর্মন তো এক ধাপ এগিয়ে বেনিয়মের অভিযোগ তুলে এআইটিএকেই আদালতে টেনে নিয়ে গেছেন, এই পরিস্থিতিতে লিয়েন্ডারের কথায় পরিষ্কার দেশের টেনিস এগোচ্ছে নꦰা।
১০ বছর লাগবে নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন তুলে আনতে-পেজ
ভারতের সফলতম টেনিস তারকা লিয়েন্ডার পেজের কথায়, ‘ভারতীয় টেনিস আর ডেভিস কাপের দলকে অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয়, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যাত𒆙ে দেশের টেনিসের উন্নতি করা যায়। আমার ব্যไক্তিগত মত, ভারতকে আরও দশ বছর সময় লাগবে একজন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন তৈরি করতে। আমি চাইব যাবে আমি ভুল প্রমাণিত হই, আমি আশা করব আমি ভুল। কিন্তু গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে অনেক কাজ করতে হবে ভারতকে। চাইব যাতে তাঁর আগেই কোনও ভারতীয় গ্র্যান্ডস্লাম জিততে পারে। ’।
আর🃏ও পড়ুন-‘ওর দ্বারা সম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে ‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্যাড হগের…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।