একে তো প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যানের ক্যাচ মিস হয়। দ্বিতীয়ত, বল বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলায় চার রান পেয়ে যায় পঞ্জাব। তার উপর 🧸চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় নির্ভরযোগ্য অল-রাউন্ডার আন্দ্রে রাসেলকে। পঞ্জাব ইনিংসের শুরুতেই কেকেআর শিবিরে জোর ধাক্কা লাগে প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম ওভারেই।
শিবম মাভির জায়গায় কলকাতা নাইট রাইডার্স পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামিয়েছে প্রসিদ্🥂ধ কৃষ্ণাকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন কার্তিক তাঁর হাতে নতুন বল তুলে দেন। প্রথম বলেই প্রসিদ্ধ ইয়র্কারে বিব্রত করেন রাহুলকে। দ্বিতীয় ব💞ল রাহুল তুলে মারতে গেলে বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রাসেলের মতো অভিজ্ঞ ক্রিকেটার বলের নীচে থাকা সত্ত্বেও সহজ ক্যাচ মিস হয় রাহুল🌠ের। বল তালুবন্দি করতে পারেননি ক্যারিবিয়ান তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।