বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, মেয়েদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ অনুষ্ঠিত হবে ছেলেদের আইপি🧜এলের প্লে-অফ উইকে। তবে নির্দিষ্ট করে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অবশেষে ইঙ্গিত মিলল যে, ৪ ꦑথেকে ৯ নভেম্বর পর্যন্ত সময়ে আমিরশাহিতে অনুষ্ঠিত হতে হতে পারে মেয়েদের আইপিএল।
বিসিসিআই ছেলেদের আইপিএলের সূচিও ঘোষণা করে একেবারে শেষ মুহূর্🧔তে। তাও সম্পূর্ণ ক্রীড়াসূচি জানানো হয়নি। আপাতত লিগের ম্যাচগুলির দিনক্ষণ জানানো হলেও প্লে-অফের সূচি পরে ঘোষণা🦹 করার কথা।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
লিগের ম্যাচ শেষ হবে ৩ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে🎃 ১০ নভেম্বর। সুতরাং ৪ থেকে ৯ নভেম্বরের মধ্যে ছেলদের এলিমিনেটর ও দু'টি কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সময়েই ছেলেদের প্লে-অফের সমান্তরালে আয়োজিত হবে মেয়েদের চ্যালেঞ্জার সিরিজ। এক সিনিয়র আইপিএল কর্তা মেয়েদের আইপিএলের দিনক্ষণ নিয়ে এমমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।
তিনি বল🙈েন, 'হ্যাঁ, টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ৪ থেক ৯ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ট্রেলব্লজার্স, ভেলোসিটি ও সুপারনোভা, এই তিনটি দলের মধ্যে সিঙ্গল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। ফাইনাল মিলিয়ে মোট চারটি ম্যাচ আয়োজিত হবে। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৯ নভেম্বর।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।