অসংখ্য কৌশল, প্রচুর পরিকল্পনা হয়। কিন্তু মিনি নিলামের টেবিলে সেই কৌশল কতটা সুচারুভাবে প্রয়োগ করা হয়, তার উপর সাফল্য নির্ভর করে। সেইমতো এবারও আট দলের মধ্যে অনেক অঙ্ক ঠিক হয়েছে। কে কীভাবে দল সাজাব✤ে, কাকে নিলে দলের ভারসাম্য তৈরি হবে, সেই পরিকল্পনা নিয়েই চেন্নাইয়েꦓ গিয়েছেন আট টিমের কর্তারা। শেষপর্যন্ত কোন দলের কৌশল খেটে গেল এবং কোন দলের কৌশল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করল, তা দেখে নিন -
মুম্বই ইন্ডিয়ান্স
গতবার আট কোটি টাকা দিয়ে নাথান কুল্টার-নাইলকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে মধ্যমানের আইপিএলের পর তাঁকে ছেড়ে দিয়েছিল। এবার তাঁকে পাঁচ কোটি টাকা দলে নিয়েছেন রোহিত শর্মারা। সেইসঙ্গে ৩.২ কোটি টাকায় নিউজিল্যান্ডের অ্যাডাম মি🅷লনেকে দলে নেওয়া হয়েছে। স্পিনারের অভাব মেটাতে ২.৪ কোটি টাকায় পীযূষ চাওলাকে কেনা হয়েছে। ব্যাক-আপ অলরাউন্ডা🐼র হিসেবে ৫০ লাখ টাকা দিয়ে জিমি নিশমকে নিয়েছে মুম্বই।
(দেখে নিন এবারের নিলামে বিক্রিত খেলোয়াড়ের তালিকা)
এমনিতেই মোটামুটি একই দল রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। মিনি নিলা꧒মে একেবারে মেপে এগোলেন রোহিত শর্মারা। একেবারে স্বচ্ছ চিন্তাভাবনা ছিল। তা দিয়েই শূন্যস্থান ভরাট করে নেওয়া হয়েছে। পাশাপাশি গত বছর কুল্টার-নাইলের জন্য যে টাকা খরচ হয়েছিল, ত🐈া দিয়েই নিজেদের পেস বিভাগ আরও শক্তিশালী করল মুম্বই। তবে মুম্বইয়ের সবথেকে মাস্টারস্ট্রোক সম্ভবত দক্ষিণ আফ্রিকার ম্যাক্রো জ্যানসেন। মাত্র ২০ লাখ টাকায় কিনেছে মুম্বই। তাঁকে প্রোটিয়াদের অন্যতম উদয়মান ক্রিকেটার হিসেবে ধরা হচ্ছে। একইসঙ্গে তাঁকে দলে নেওয়ার পর মুম্বই শিবিরে যে উচ্ছ্বাস ধরা পড়েছে, তা থেকে ক্রিকেট মহলের মতে, এবার রোহিতদের অস্ত্র হতে চলেছেন ২০ বছরের প্রোটিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।