২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ নিজের অধিনায়💧কত্ব দিয়ে সকলের মন জয় করেছেন হার্দিক পান্ডিয়া। এটি ছিল আইপিএলে গুজর🐈াট টাইটানসের প্রথম মরশুম এবং আইপিএল-এর ইতিহাসে এটা শুধুমাত্র দ্বিতীয় দল, যারা নিজেদের অভিষেক মরশুমেই শিরোপা জিতেছে। রাজস্থান রয়্যালস প্রথম এই কীর্তি করেছিল ২০০৮ সালে। শিরোপা জেতার পর হার্দিক পান্ডিয়া বলেছিলেন, লোকে কথা বলছিল যে আমি ব্যাটিং কম করি, বোলিং কম করি তাও আমি অধিনায়ক হয়েগিয়েছি।
হার্দিক পান্ডিয়া বলেন অনেকে বলেছিল গুজরাট টাইটানসের বোলিং-ব্যাটিং-এ কমতি আছে তারপরেও এখন ট্রফি জিতেছি তাই সেই কথায় আর কিছু যায় আসে না। শিরোপা জয়ের পর গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার একটি কথোপকথনের একটি ভিডিয়ো🉐 শেয়ার করা হয়েඣছে আইপিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
আশিস নেহরা এই ভিডিয়োতে হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞেস করেছিলেন, ‘প্রথম মরশুমেই শিরোপা জিতেছেন, কেমন লাগছে মিস্টার পান্ডিয়া?’ এই প্রশ্নের উত্তরে পান্༺ডিয়া বলেন, ‘দারুণ লাগছে, প্রথম মরশুমেই ছক্কা মেরেছি। লোকে বলেছিল ব্যাটিং কম করে, বোলিং কম করে আর তারপরেও ক্যাপ্টেন হয়ে গেল।’ নেহরা ﷽তৎক্ষণাৎ পিছন ফিরে জিজ্ঞেস করল- ‘ওইরা কারা? ’ এর উত্তরে হার্দিকের হৃদয় বিদারক উত্তর দেন। তিনি বলেন- ‘এখন ট্রফি হাতে এসেছে, কিছু যায় আসে না।’
হার্দিক পান্ডিয়া সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাট ও বল হাতে ম্যাচে বড় ভূমিকা পালন করেছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। হার্দিকও এই শিরোপা জয়ের কৃতিত্ব আশিস নেহরাকে দিয়েছেন এবং বলেছেন যে তিনি খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছেন। মুম্𝓰বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে হার্দিক চারটি আইপিএল ফাইনালে পৌঁছেছিলেন এবং চারবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। এবার তিনি গুজরাট টাইটানসের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে নিজের দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।