টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম একজন হলেন ক্রিস গেইল। আইপিএল-এ তাঁর প্রাক্তন দল পঞ্জাব কিংসের ব্যবহারে চটেছেন গেইল। কারণ পঞ্জাব কিংস যেভাবে গত বছরের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে ‘মুক্ত’ করেছিল তা যে একেবারেই ভালো ছিল না সেটি মনে করেন ক্রিস গেইল। মায়াঙ্কের সঙ্গে পঞ্জাব কিংসের করা ব্যবহারে বেশ ⛦হতাশ হয়েছেন ক্রিস গেইল।
মায়াঙ্ক, যিনি দলের জন্য ধারাবাহিক পারফর্ম করছিলেন, গত মরশুমে প্রত্যܫাশা পূরণ করতে ব্যর্থ হন। ১৩ ম্যাচে ১৯৬ রান করে🐟ন। পঞ্জাব দল টানা চতুর্থ মরশুমে ষষ্ঠ স্থানে থাকে। এখন পর্যন্ত দলটি আইপিএল শিরোপা জিততে পারেনি, যেখানে ২০১৪ সালে একবার মাত্র ফাইনালে পৌঁছেছিল তারা।
আরও পড়ুন… পঞ্জাবের একাদশ দেখে প্রতিপক্ষ দ𒀰লের চোখ কপালে উঠেছে! দেখুন PBKS -এর স🍌ম্ভাব্য 11
পঞ্জাব কিংস নিয়ে কথা বলতে গিয়ে ক্রিস গেইল বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি মায়াঙ্কের সঙ্গে ভাল আচরণ করেনি এবং শুক্রবারের নিলাꦉমে তিনি ব্যাটসম্যানকে ভালো পরিমাণে কেনার আশা করেছিলেন। আইপিএল নিলামের আগে 'জিও সিনেমা' আয়োজিত এই কথোপকথনে গেইল বলেছিলেন, ‘মায়াঙ্ককে অবশ্যই কেনা হবে। এটা না ঘটলে আমি খুব হতাশ হব। কারণ সে খুবই আক্রমণাত্মক খেলোয়াড়।’
ঠিক আগে (আইপিএল 2023 নিলাম) বলেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝখানে জনি বেয়ারস্টোর স্থলাভিষিক্ত করার জন্য তার ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন মায়াঙ্ক। এবং পরে আইপিএলဣ নিলামের আগে পঞ্জাব কিংস𝐆 তাকে ছেড়ে দিয়েছিল। সেটাই মানতে পারেননি ক্রিস গেইল। বিশেষজ্ঞরা বলেন, এই ফ্র্যাঞ্চাইজির হাস্যকর স্তরে 'পরিবর্তন' করার প্রবণতা রয়েছে। ক্রিস গেইলের মতে আইপিএল নিলামে অংশ নিয়ে মায়াঙ্ক অন্য কোনও দল ঠিকই পাবেন।
আরও পড়ুন… এনগিদি না মুকেশ, দিল্লির প্লেয়িং 11 জায়গা🍒 পাবেন কে? দেখে নিন DC-র সম্ভাব্য একাদশ
ক্রিস গেইল বলেন, ‘তাকে পঞ্জাবের দ্বারা ধরে না রাখায় অভ্যন্তরীণভাবে খুব হতাশ হতে হবে, কারণ সে ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং এখন তাঁর সঙ্গে এমন আচরণ করা হতাশাজনক। তবে আমি আশা করি দলগুলি এখনও মাযাঙ্ককে বিশ্বাস করে এবং তিনি একটি ভালো পরিমাণ অর্থ পাবেন। তিনি একজন দুর্দান্ত 'টিম ম্যান'ও বটে।’ শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ মায়াঙ্ক আগরওয়ালকে নিজেদের দলে নিয়েছে। অন্যদিকে পঞ্জাবও শক্ಌতিশালী দল গড়েছে।
পঞ্জাব কিংস টিমের ২০২৩ আইপিএল-এর খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক-💝
কꦺোন দেশের কোন খেলোয়াড়কে কত টাকায় কেনা হল এবারে-
ইংಌল্যান্ডের ব্যাটসম্যান স্যাম কারান ১৮.৫০ কোটি টাকায়
জিম্বাবোয়ের সিকান্দার রাজা ৫০ লক্ষ টাকায়
ভারতের ব্যাটসম্যান🦋 হারপ্রীত ভাটিয়া ৪০ লক্ষ টাক𝕴ায়
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।